ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা, কিন্তু শ্রীলঙ্কার মাঠে রবিবারের লড়াই ছিল একেবারেই একপেশে। একদিনের মহিলা ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপট অব্যাহত রাখল হরমনপ্রীত কৌরের দল। ৮৮ রানে হারিয়ে দিল প্রতিপক্ষকে, আর সেই সঙ্গে ইতিহাসে যোগ হল নতুন অধ্যায় — পাকিস্তানের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ভারতের ১২তম জয়।
ম্যাচ শুরু হওয়ার আগেই ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব বলেছিলেন, “১১-০— কোথায় লড়াই?” মাঠেও প্রমাণ মিলল তাঁর কথার। শুরু থেকেই পাকিস্তান ছিল ভারতের ছায়ায়।
টস থেকেই শুরু বিতর্ক। পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা ‘টেল’ বললেও সঞ্চালক ঘোষণা করেন ‘হেড’। ফাতিমাকেই টস জেতা ঘোষণা করা হয়। হরমনপ্রীত কৌর মাঠে দাঁড়িয়ে থেকেও আপত্তি জানাননি।
প্রথমে ব্যাট করতে নেমে ভারত শুরুটা ভাল করলেও ওপেনাররা বড় রান করতে পারেননি। স্মৃতি মন্ধানা (২৩) এবং প্রতিকা রাওয়াল (৩১) দু’জনেই সেট হয়েও আউট। হরলীন দেওল কিছুটা লড়াই করেন (৪৬), কিন্তু অধিনায়ক হরমনপ্রীত কৌর (১৯) আবারও ব্যর্থ। জেমাইমা রদ্রিগেজের (৩২) সঙ্গেও গড়পড়তা পারফরম্যান্স।
শেষ দিকে ম্যাচের মোড় ঘোরান বাংলার মেয়ে রিচা ঘোষ। ৮ নম্বরে নেমে ২০ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংসে ভারতকে টেনে তোলেন ২৪৭ রানে। তিনটি চার ও দুটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। একদিনের ক্রিকেটে এই প্রথম কোনও ভারতীয় ব্যাটার অর্ধশতরান না করেও দল ২৪৭ রান তুলল।
পাকিস্তানের ব্যাটাররা শুরু থেকেই চাপে। রেণুকা সিংহ ঠাকুর ও ক্রান্তি গৌড়ের পেসে কার্যত দিশেহারা প্রতিপক্ষ। প্রথম ১০ ওভারে পাকিস্তানের স্কোর ছিল মাত্র ২৫ রান। তার মধ্যে শুরুতেই বিতর্ক – মুনিবা আলির রান আউট নিয়ে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত ঘিরে উত্তেজনা তৈরি হয়।
একদিকে যখন নিয়মিত ব্যবধানে উইকেট পড়ছিল, তখন একাই লড়লেন সিদরা আমিন। তিনি দুইবার জীবন পান — রিচা ঘোষের হাত থেকে ক্যাচ ফস্কানোর কারণে। সুযোগ কাজে লাগিয়ে সিদরা করেন ৮১ রান, যা ভারতের বিরুদ্ধে কোনও পাক ব্যাটারের সর্বোচ্চ স্কোর। নাতালিয়া পারভেজের সঙ্গে ৬৯ রানের জুটি গড়েন তিনি এবং ভারতের বিরুদ্ধে মহিলাদের ক্রিকেটে প্রথম ছক্কাটিও আসে তাঁর ব্যাট থেকে।
তবে তাঁর আউটের সঙ্গে সঙ্গেই ভেঙে পড়ে পাকিস্তানের প্রতিরোধ। স্নেহ রানার বলে আউট হন সিদরা, আর তাতেই পাকিস্তানের সব আশা শেষ। ৪৩ ওভারে ১৫৯ রানে অলআউট হয় পাকিস্তান।
ভারতের হয়ে বল হাতে দাপট দেখান ক্রান্তি গৌড় (৩/২০) এবং দীপ্তি শর্মা (৩ উইকেট)। স্নেহ রানা পান ২ উইকেট।
তবে জয় সত্ত্বেও চিন্তার জায়গা রেখেছে ভারতের ফিল্ডিং। একাধিক সহজ ক্যাচ ফস্কানোয় হরমনদের বিরুদ্ধে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো দলের সামনে সমস্যা বাড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের।
তবুও, পাকিস্তানের বিরুদ্ধে জয়ে রেকর্ড আরও একধাপ উপরে তুলল ভারত। এশিয়া কাপে তিনবারের পর এবার মহিলাদের বিশ্বকাপেও ১২-০ ব্যবধানে অপরাজিত ভারত।