প্রথম পাতা খেলা ৪৯ বছর পর পুরুষদের হকিতে অলিম্পিক্সের সেমিতে ভারত

৪৯ বছর পর পুরুষদের হকিতে অলিম্পিক্সের সেমিতে ভারত

352 views
A+A-
Reset

ডেস্ক: পুরুষদের হকিতে ভারত অলিম্পিক থেকে শেষ পদক এনেছিল ১৯৮০ সালে। ৪৯ বছর পর পুরুষদের হকিতে অলিম্পিক্সের সেমিতে ভারত। কোয়ার্টার ফাইনালে তারা হারিয়ে দিল গ্রেট ব্রিটেনকে। ৩-১ গোলে জয় ভারতের। ১৯৭২ সালে শেষবার অলিম্পিক্সের সেমিফাইনালে পৌঁছেছিল ভারতীয় দল। এরপর টোকিওতে ফের শেষ চারে জায়গা করে নিল ভারতীয় হকি দল। 


আজ কোয়ার্টার ফাইনালে ভারত গ্রেট ব্রিটেনকে ৩-১ গোলে হারিয়েছে। সাত মিনিটে দিলপ্রীত সিংয়ের ভারতকে এগিয়ে দেয়। ১৬ মিনিটে গুরজন্ত সিংয়ের করা গোলে ব্যবধান বাড়ে। ৫৭ মিনিটে ম্যাচে ভারতের তৃতীয় ফিল্ড গোলটি করেন হার্দিক সিং। ৪৫ মিনিটে ইয়ান স্যামুয়েল ওয়ার্ড গ্রেট ব্রিটেনের একমাত্র গোলটি করেন। এদিনের ম্যাচে ভারতকে কিছুক্ষণ খেলতে হয় দশজনে। অধিনায়ক মনপ্রীত সিং হলুদ কার্ড দেখে বেরিয়ে যাওয়ার পর।

আরও পড়ুন: ব্যর্থতা ভুলে চেনা ছন্দে ইতিহাস লিখলেন সিন্ধু, প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিক্সে জোড়া পদক


১৯৬৮ সালে ভারত ব্রোঞ্জ জিতেছিল মেক্সিকো অলিম্পিকে, সেই অলিম্পিকে গুরবক্স সিং ছিলেন অন্যতম অধিনায়ক। গুরবক্স ওয়ানইন্ডিয়া বেঙ্গলিকে বলেন, খুব ভালো লাগছে আমাদের দল ভালো খেলছে দেখে। ৪১ বছর পর ফের পদক আসতে পারে। সেমিফাইনালে উঠলে পদকের পথ খুলে যায়। চারটি দলের মধ্যে তিনটি দল যে কোনও একটি পদক জিতবে। আমি আশা করব, ভারত ফাইনালেও উঠবে ভালো খেলে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.