প্রথম পাতা খেলা হ্যান্ডশেক বিতর্কে উত্তেজনা, ট্রফি নকভির হাত থেকে নেবেন না সূর্যকুমার, এশিয়া কাপে ভারত-পাকিস্তান সংঘাত তুঙ্গে

হ্যান্ডশেক বিতর্কে উত্তেজনা, ট্রফি নকভির হাত থেকে নেবেন না সূর্যকুমার, এশিয়া কাপে ভারত-পাকিস্তান সংঘাত তুঙ্গে

77 views
A+A-
Reset

এশিয়া কাপে ভারত-পাকিস্তান দ্বন্দ্বে ফের উত্তেজনা ছড়াল হ্যান্ডশেক বিতর্ক ঘিরে। রবিবার টসের সময় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়ক সলমন আঘার সঙ্গে করমর্দন করেননি। পরে ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটাররা পাক ক্রিকেটারদের সঙ্গেও হাত মেলাননি। এই ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তান কড়া অবস্থান নেয়।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) একের পর এক তিনটি পদক্ষেপ ঘোষণা করে। প্রথমত, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তানি প্রতিনিধি উপস্থিত থাকেননি। দ্বিতীয়ত, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে এশিয়া কাপ থেকে সরানোর দাবি জানায় তারা। অভিযোগ, টসের সময় পাইক্রফ্ট নাকি সূর্যকুমারকে আঘার সঙ্গে করমর্দন না করার পরামর্শ দিয়েছিলেন। তৃতীয়ত, পাক বোর্ড হুঁশিয়ারি দিয়েছে, তাদের দাবি না মানা হলে প্রতিযোগিতা থেকেই নাম প্রত্যাহার করবে তারা।

এই অবস্থায় ভারতও পাল্টা কড়া সিদ্ধান্ত নিল। সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, ভারত যদি ফাইনালে ওঠে, তাহলে ভারতীয় ক্রিকেটাররা পুরস্কার মঞ্চে যাবেন না। আর যদি চ্যাম্পিয়ন হয়, তবে অধিনায়ক সূর্যকুমার যাদব ট্রফি নেবেন না এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)-এর সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে।

সূত্রের খবর, ২৮ সেপ্টেম্বরের ফাইনালে ভারত উঠলে, পুরস্কার বিতরণের সময় নকভির সঙ্গে ভারতীয় ক্রিকেটাররা এক মঞ্চে থাকবেন না। যদিও ফাইনালে হেরে রানার্স হলে হয়তো ট্রফি নকভির হাতেই থাকবে, তবে ভারতীয় দলের অবস্থান স্পষ্ট— কোনওভাবেই করমর্দন বা সরাসরি মঞ্চ ভাগ করে নেওয়া হবে না।

এই সিদ্ধান্তে এশিয়া কাপকে ঘিরে ভারত-পাকিস্তান রাজনৈতিক টানাপোড়েনের আবহ আরও ঘনীভূত হলো।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.