তৃতীয় একদিনের ম্যাচে অবশেষে মানরক্ষা করল ভারত। সিরিজ আগেই হাতছাড়া হলেও শনিবার সিডনিতে দুরন্ত পারফরম্যান্সে ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল টিম ইন্ডিয়া। ব্যাটে-বলে সম্পূর্ণ আধিপত্য রোহিতদের।
দ্বিতীয় একদিনের ম্যাচে রানে ফেরার পর তৃতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন রোহিত শর্মা। প্রাক্তন অধিনায়ক অপরাজিত থাকলেন ১২১ রানে। তাঁর সঙ্গী বিরাট কোহলি ভক্তদের হতাশা দূর করে ফিরলেন ফর্মে, ৭৪ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করলেন। এই দুই তারকা দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্নভাবে যোগ করলেন ১৬৮ রান।
২৩৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারত সহজেই পৌঁছে যায় জয়ের গন্তব্যে, হাতে ছিল ১১.৩ ওভার। ওপেনার শুভমন গিল ২৪ বলে ২৬ রান করে হ্যাজলউডের বলে আউট হন। বাকিটা কাজ শেষ করেন রোহিত ও কোহলি।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। ওপেনার মিচেল মার্শ (৫০ বলে ৪১) ও ট্র্যাভিস হেড (২৫ বলে ২৯) ভালো সূচনা দিলেও পরে দলের ইনিংসে ধস নামে। অক্ষর পটেল, হর্ষিত রানা ও ওয়াশিংটন সুন্দরের বোলিংয়ের সামনে ২৩৬ রানের মধ্যেই থেমে যায় অস্ট্রেলিয়া। সবচেয়ে সফল বোলার হর্ষিত — ৩৯ রানে ৪ উইকেট। সুন্দর ২ উইকেট ও অক্ষর ১ উইকেট পান।
এই জয়ে সিরিজে হারের পরও মানরক্ষা করল টিম ইন্ডিয়া। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ ও ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’— দুই পুরস্কারই জিতলেন রোহিত শর্মা।
শেষ ম্যাচে রোহিত-কোহলির এই পারফরম্যান্স ভারতের জন্য আত্মবিশ্বাসের জ্বালানি। সম্মান নিয়েই দেশে ফিরছে টিম ইন্ডিয়া।
