প্রথম পাতা খেলা তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৭২ রানে পিছিয়ে ভারত, লড়াইয়ে ভরসা রাহুল-পন্থ জুটি

তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৭২ রানে পিছিয়ে ভারত, লড়াইয়ে ভরসা রাহুল-পন্থ জুটি

106 views
A+A-
Reset

লর্ডসে চলছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট। তৃতীয় দিনের শেষে প্রথম ইনিংসে এখনও ২৪২ রানে পিছিয়ে রয়েছে ভারত। তবে কেএল রাহুল ও চোট পাওয়া ঋষভ পন্থের জুটিতে রানের আশায় বুক বাঁধছে টিম ইন্ডিয়া।

দ্বিতীয় দিনে ইংল্যান্ড ২৫১/৪ থেকে শুরু করে ৩৮৭ রানে অলআউট হয়। জো রুট ম্যাচের শুরুতেই পূর্ণ করেন তাঁর ৩৭তম টেস্ট সেঞ্চুরি (১০৪)। দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডের ইনিংস ছিন্নভিন্ন করেন জসপ্রীত বুমরাহ, যিনি ফেরেন পাঁচ উইকেট নিয়ে (৭৪/৫)। হাফসেঞ্চুরি করেন জেমি স্মিথ (৫১) ও ব্রাইডন কার্স (৫৬), যাঁদের উইকেট নেন মহম্মদ সিরাজ (৮৫/২)।

জবাবে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভালো হলেও ধারাবাহিকতা ধরে রাখা যায়নি। যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার ও শুভমন গিল প্রত্যাশা পূরণে ব্যর্থ। অধিনায়ক গিলকে (১৬) পরিকল্পিতভাবে আউট করেন ক্রিস ওকস। ফের ব্যর্থ হয়ে সমালোচনার মুখে করুণ নায়ার।

এক পর্যায়ে ৪ উইকেটে ভারত চাপে পড়লেও, আঙুলে চোট নিয়েও ব্যাট করতে নামা ঋষভ পন্থ (১৯*) এবং কেএল রাহুল (৫৩*) দলের ভরসা হয়ে ওঠেন। তাঁদের জুটিতে দিনের শেষে ভারতের রান ১৪৫/৪। সামনে এখনও অনেক পথ বাকি, কিন্তু এই জুটিই ভারতকে ফিরিয়ে আনতে পারে খেলায়।

ভারতের ইনিংস এখন রাহুল-পন্থ নির্ভর। চতুর্থ দিনে তাঁদের ব্যাট চললে ম্যাচে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাই স্বাভাবিক।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.