পুণে টেস্টেও বিপদে ভারত, চালকের আসনে নিউজিল্যান্ড

তিন টেস্টের সিরিজে প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচেও চাপের মুখে পড়েছে ভারতীয় দল। পুণের মাঠে শুক্রবার প্রথম ইনিংসে মাত্র ১৫৬ রানেই গুটিয়ে যায় ভারত। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ১০৩ রানে এগিয়ে যায় এবং দ্বিতীয় ইনিংসে দিনশেষে তাদের সংগ্রহ ১৯৮/৫, ফলে ৩০১ রানে এগিয়ে রয়েছে টম লাথামের দল। ম্যাচের এখনও তিন দিন বাকি। ভারতকে সিরিজ বাঁচাতে অবিশ্বাস্য কিছু করে দেখানো ছাড়া আর কোনো উপায় নেই

ভারতের ব্যাটিং নিয়ে হতাশা থেকেই যাচ্ছে। বৃহস্পতিবার অধিনায়ক রোহিত শর্মার আউট হওয়ার পর দলের উপর চাপ বাড়ে। দ্বিতীয় দিনে যশস্বী জয়সওয়াল ও শুভমন গিল ৩০ রান করলেও বাকিদের পারফর্ম্যান্স আশানুরূপ ছিল না। কেবলমাত্র জাডেজার সংগ্রহ ৩৮। কোহলি (১), পন্থ (১৮) এবং অশ্বিন (৪) হতাশ করলেন। শেষ দিকে ওয়াশিংটন সুন্দরের অপরাজিত ১৮ কিছুটা রক্ষা দিলেও প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটিং মোটেই শক্তিশালী ছিল না।

নিউজিল্যান্ডের মাইকেল স্যান্টনার দুর্দান্ত বোলিং করেন, ৫৩ রানে ৭ উইকেট তুলে নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপকে একাই ধ্বংস করে দেন। তাঁর শিকার তালিকায় ছিলেন কোহলি, জাডেজা, অশ্বিন-সহ সাত ভারতীয় ব্যাটার।

পুনের পিচ যে ব্যাটিংয়ের জন্য মোটেই খারাপ নয় তা প্রমাণ করেছেন কিউয়ি অধিনায়ক টম লাথাম। ওপেন করতে নেমে তিনি করেছেন ৮৬ রান, তাঁকে ফিরিয়ে দেন ওয়াশিংটন সুন্দর। এদিন সুন্দর চার উইকেট নেওয়ায় তাঁর শিকার সংখ্যা ১১-এ পৌঁছে গিয়েছে, যা টেস্টে তাঁর উল্লেখযোগ্য কীর্তি।

পুণে টেস্ট রোহিত-বাহিনীর জন্য এখন কঠিন পরীক্ষা। সিরিজ বাঁচাতে এবং ম্যাচ জিততে তাদের পরের তিন দিনে চমকপ্রদ কিছু করে দেখাতে হবে।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে