প্রথম পাতা খেলা নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ভারতকে লড়াইয়ে ফেরালেন বোলাররা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ভারতকে লড়াইয়ে ফেরালেন বোলাররা

236 views
A+A-
Reset

নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে করা ২৩৫ রানকে টপকে রোহিত শর্মাদের ইনিংস থামে ২৬৩ রানে। ২৮ রানের লিড নিয়ে শুরু করলেও ভারতীয় ইনিংস শেষ হতে সময় লাগেনি। কিন্তু দিনের শেষে বল হাতে ফের জ্বলে উঠলেন ভারতীয় বোলাররা। দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে রান ৯ উইকেটে ১৭১, অর্থাৎ কিউয়িদের লিড দাঁড়িয়েছে ১৪৩ রানে।

শনিবার সকালে শুভমন গিল এবং ঋষভ পন্থ ধৈর্য সহকারে শুরু করেন। পঞ্চম উইকেটে তাঁদের ৯৬ রানের জুটি ভারতীয় ইনিংসকে একটি শক্ত ভিতের উপর দাঁড় করায়। পন্থ ৫৯ বলে ৬০ রানের আগ্রাসী ইনিংস খেলেন, যেখানে ছিল ৮টি চার এবং ২টি ছয়। তবে পন্থ আউট হওয়ার পরেই ভারতীয় ইনিংসে আবার ধস নামে। শুভমন গিল অবশ্য চেষ্টা করেছিলেন, কিন্তু শতরান করতে পারেননি। তিনি ১৪৬ বলে ৯০ রানের ইনিংসে ৭টি চার এবং ১টি ছয় মারেন। গিলের সঙ্গীরা, বিশেষ করে জাডেজা (১৪), সরফরাজ খান (০), এবং অশ্বিন (৬) সেভাবে দলকে এগিয়ে নিতে ব্যর্থ হন। ওয়াশিংটনের অপরাজিত ৩৬ বলে ৩৮ রানের ইনিংসই মূলত ভারতকে নিউজিল্যান্ডের রানের ওপরে নিয়ে যেতে সাহায্য করে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের ব্যাটাররা ভারতীয় স্পিন আক্রমণের মুখে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হন। বিশেষত জাডেজা এবং অশ্বিনের স্পিন সামলাতে হিমশিম খেয়ে যান টম লাথামেরা। সিরিজে এই প্রথমবার নিউজিল্যান্ডের ইনিংসকে এতটা চাপে ফেলল ভারত।

জাডেজা ৫২ রানে ৪ উইকেট এবং অশ্বিন ৬৩ রানে ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দেন। ওয়াশিংটন সুন্দর ৩০ রানে ১ উইকেট নেন, যা ভারতের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করে তোলে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.