এশিয়া কাপের গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে দুরমুশ করে হারাল ভারত। সলমন আলি আঘাদের দলকে নিয়ে কার্যত ছেলেখেলা করলেন সূর্যকুমার যাদবেরা। বিশেষ তাৎপর্য, রবিবারই ছিল সূর্যের জন্মদিন। আর সেই দিনেই দেশকে বড় জয় উপহার দিলেন তিনি। ম্যাচ শেষে স্পষ্ট করে দিলেন—এই জয় তিনি উৎসর্গ করেছেন পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত পরিবার ও ভারতীয় সেনাকে।
খেলা শেষে পুরস্কার বিতরণী মঞ্চে সূর্যকে শুভেচ্ছায় ভরিয়ে দেন দর্শকরা। সঞ্চালক সঞ্জয় মঞ্জরেকরও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান। উত্তরে সূর্য বলেন, “এই জয় ভারতীয়দের জন্য আমার পাল্টা উপহার। এটি এক দারুণ অনুভূতি।”
ম্যাচের সেরা কুলদীপ যাদবও জানান, পাকিস্তানের বিরুদ্ধে আলাদা কোনও পরিকল্পনা ছিল না। এই ম্যাচকেও তাঁরা অন্য সব ম্যাচের মতোই দেখেছেন। তাঁদের বক্তব্যে স্পষ্ট, পাকিস্তানকে শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে ভাবেননি ভারতীয় খেলোয়াড়রা।
কিন্তু আসল বার্তা আসে সূর্যের মুখে। তিনি বলেন, “পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের পরিবারের পাশে আমরা রয়েছি। ভারতীয় সেনার সাহসের তুলনা নেই। এই জয় ওদের উৎসর্গ করলাম।”
খেলার আগেই প্রতিবাদ জানান সূর্য। পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে টসে হাত মেলাননি তিনি। ম্যাচ শেষে একই দৃশ্য। পাকিস্তানি ক্রিকেটাররা অপেক্ষা করলেও সূর্য ও তাঁর সতীর্থরা তাঁদের সঙ্গে হাত মেলাননি। সোজা সাজঘরে ফিরে যান তাঁরা এবং দরজা বন্ধ করে দেন। সূর্য স্পষ্ট জানিয়ে দেন, “কিছু কিছু বিষয় খেলোয়াড়ি মানসিকতার থেকেও বড়। আমরা শহিদ পরিবার ও সেনার পাশে রয়েছি।”
ভারত অধিনায়ক সূর্যের সুরেই কথা বলেছেন কোচ গৌতম গম্ভীরও। তিনি বলেন, “দল হিসাবে আমরা নিহত পরিবারকে সমর্থন জানাতে চেয়েছিলাম। অপারেশন সিঁদুরের জন্য ভারতীয় সেনার উপর আমরা গর্বিত।”
ভারতের এই জয় তাই শুধুই ক্রিকেটীয় সাফল্য নয়, সেনা ও শহিদ পরিবারকে উৎসর্গ করা এক আবেগঘন বার্তাও বটে।