প্রথম পাতা খেলা ১৭৭ বল হাতে থাকতেই ৭ উইকেটে পাক-বধ ভারতের

১৭৭ বল হাতে থাকতেই ৭ উইকেটে পাক-বধ ভারতের

498 views
A+A-
Reset

ভারতের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ১৯১ রানে থমকে গেল পাকিস্তানের ইনিংস। আর তার পর ফলাফল যা হওয়ার তাই হল। ১৭৭ বল হাতে থাকতেই ৭ উইকেটে জিতে গেল টিম ইন্ডিয়া।

শনিবার অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হল ভারত ও পাকিস্তান। এর আগে দু’দলই দু’‌টি করে ম্যাচ খেলেছে। দু’দলই দু’টি করে ম্যাচ জিতেছে। তবে এ দিন রোহিত শর্মা এবং বাবর আজমেরা ছিলেন অন্য মেজাজে। এই ম্যাচের দিকে নজর ছিল গোটা ক্রিকেট বিশ্বের।

আজ টস জেতেন রোহিত শর্মা। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। প্রথম উইকেট পতন ৪১ রানে (এ শফিক)। পরেরটা ৭৩ রানে (ইমাম-উল-হক)। সেখান থেকে ১৫৫ রানের মাথায় হাফসেঞ্চুরি করে আউট হন পাক অধিনায়ক বাবর আজম। উল্লেখযোগ্য ভাবে, ১৫৫-২ থেকে ১৯১ রানেই অলআউট পাকিস্তান। বুমরা, সিরাজ, হার্দিক, কুলদীপ, জাদেজা প্রত্যেকে নিলেন ২টি করে উইকেট।

দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আশা ছিল, আজ সেঞ্চুরি করবেন তিনি। কিন্তু হল না। ৮৬ রানের মাথাায় ফিরতে হল তাঁকে। অন্য দিকে, ব্যাটিংয়ে কামাল করলেন শ্রেয়স আইয়ার। চার মেরে জেতালেন ভারতকে, নিজের খাতায় ৫৩ রান (নটআউট)।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.