সিরিজের প্রথম ম্যাচে ইনিংস ও ৩২ রানের বড় ব্যবধানে হেরেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে দেড়দিনেই সাউথ আফ্রিকার বিরুদ্ধে জয় হাসিল করে নিল টিম ইন্ডিয়া।
সাউথ আফ্রিকার প্রথম ইনিংসে বল হাতে জ্বলে উঠেছিলেন মহম্মদ সিরাজ। ১৫ রানে ৬ উইকেট নিয়ে তছনছ করে দিয়েছিলেন সাউথ আফ্রিকাকে। ঘরের মাঠে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গিয়েছিল সাউথ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে আগুন ঝরালেন যশপ্রীত বুমরা । ৬১ রানে ৬ উইকেট নিলেন তিনি। টেস্টে এক ইনিংসে নবমবার পাঁচ বা তার বেশি উইকেট নিলেন বুম বুম বুমরা। তাঁর ধাক্কায় ১৭৬ রানে শেষ হল সাউথ আফ্রিকার দ্বিতীয় ইনিংস।
ভারতের সামনে লক্ষ্য ছিল মাত্র ৭৯ রান। যশস্বী জয়সওয়াল ২৩ বলে ২৮ রানে ফেরেন। তাঁর পর ১১ বলে ১০ রান করে ফিরে যান শুভমন গিল। যশস্বী ২৩ বলে ২৮ রানে ফেরেন। ক্রিজে নামেন বিরাট কোহলি। কিন্তু তিনিও উইনিং শট খেলতে পারলেন না। বাউন্ডারি মেরে শ্রেয়সই উইনিং রান আনেন। উল্টো দিলে অপরাজিত রইলেন রোহিত শর্মা (২২ বলে ১৭)।
কেপ টাউনে এই প্রথমবার কোনও টেস্ট ম্যাচ জিতল ভারত। এই প্রথম এশিয়ার কোনও দেশ কেপ টাউনে টেস্ট ম্যাচে পরাজিত করল সাউথ আফ্রিকাকে। ম্যাচেই দেখা গেল বিশ্বরেকর্ড। ফয়সালা হয়েছে এমন কোনও ম্যাচ বলের নিরিখে সবচেয়ে কম সময়ে শেষ হল। ভেঙে গেল ৯২ বছর পুরনো রেকর্ড। ভারত বনাম সাউথ আফ্রিকার এই ম্যাচ হয়েছে মাত্র ১০৭ ওভারে। অর্থাৎ ৬৪২টি বল খেলা হয়েছে। এর আগের রেকর্ড ছিল ১৯৩২ সালে অস্ট্রেলিয়া বনাম সাউথ আফ্রিকার ম্যাচে। সেই ম্যাচটি শেষ হয়েছিল ১০৯.২ ওভার বা ৬৫৬ বলে।