সাউথ আফ্রিকার কাছে প্রথম টেস্টে হেরে সিরিজে পিছিয়ে রয়েছেন রোহিত শর্মারা। বুধবার থেকে কেপ টাউনে আবার কঠিন পরীক্ষায় নামছে ভারত। শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট।
বুধবার থেকে কেপ টাউনে আবার কঠিন পরীক্ষায় নামছে ভারত। শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে হেরে সিরিজে পিছিয়ে রোহিত শর্মারা।
আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার কেপটাউনের আকাশ থাকবে ঝকঝকে পরিষ্কার। গোটা দিনই রোদ থাকবে। দিনের বেলার তাপমাত্রা ৩২ ডিগ্রি ও রাতের দিকে তা ২০ ডিগ্রিতে নেমে আসবে। দ্বিতীয় দিনও আকাশ পরিষ্কারই থাকবে। তৃতীয় দিন থেকে আকাশ মেঘলা থাকবে। কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
প্রথম টেস্টে ভারত প্রথমে ব্যাট করে ২৪৫ রান করে। জবাবে সাউথ আফ্রিকা তোলে ৪০৮ রান। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ১৩১ রানে। তিন দিনের মধ্যে ৩২ রান এবং ইনিংসে টেস্ট হেরে যান রোহিত শর্মারা।
ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের ট্রফির নাম রাখা হয়েছে গান্ধী-ম্যান্ডেলা ট্রফি। আগে এই ট্রফির নাম ছিল ফ্রিডম ট্রফি। ২০২২ সালে ফ্রিডম ট্রফি জিতেছিল দক্ষিণ আফ্রিকা। তারা সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে। নিয়ম অনুযায়ী, যদি কোনও সিরিজ ড্র হয় তা হলে আগে যারা এই ট্রফি জিতেছিল তারাই সেটি রেখে দেয়। তাই ভারত এ বারের সিরিজ ড্র করলেও ট্রফি যুগ্ম ভাবে ভাগ করে দেওয়া হবে না। কারণ গত বার দক্ষিণ আফ্রিকা জিতেছিল।