আজ ইডেনে মুখোমুখি ভারত-সাউথ আফ্রিকা, কোথায় দেখবেন

ইডেন গার্ডেন্স। প্রতীকী ছবি

কলকাতা: কলকাতায় আজ ইডেনে রয়েছে বিশ্বকাপের ভারত বনাম সাউথ আফ্রিকা ম্যাচ। এই ম্যাচ ঘিরে যেমন চড়েছে উত্তেজনার পারদ, তেমনই বেড়েছে টিকিটের জন্য হাহাকার। আসুন, জেনে নেওয়া যাক, মাঠে না গিয়েও কী ভাবে এই ম্যাচ দেখা যাবে।

বিশ্বকাপে এটাই টিম ইন্ডিয়ার অষ্টম ম্যাচ। ভারতের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত। এখনও পর্যন্ত পয়েন্ট তালিকার শীর্ষস্থানে ভারত। কিন্তু দ্বিতীয় স্থানে থাকা সাউথ আফ্রিকার নেট রান রেট ভারতের চেয়ে ভালো। রবিবার ভারতকে হারাতে পারলে তারা ফের উঠে আসবে এক নম্বরে।

ভারত বনাম সাউথ আফ্রিকার ম্যাচটি কখন শুরু হবে?

ভারত বনাম সাউথ আফ্রিকার ম্যাচটি শুরু হবে দুপুর ২টো নাগাদ। তার আগে দুপুর ১টা ৩০মিনিট নাগাদ টস হবে।

ভারত বনাম সাউথ আফ্রিকার ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?

ভারত বনাম সাউথ আফ্রিকার ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে।

ভারত বনাম সাউথ আফ্রিকার ম্যাচের লাইভ টেলিকাস্ট?

ভারত বনাম সাউথ আফ্রিকার ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে (স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচডি, স্টার স্পোর্টস ১ হিন্দির মতো একাধিক চ্যানেলে)।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে