প্রথম পাতা খেলা এশিয়া কাপে নজির গড়লেন অভিষেক শর্মা, আমিরশাহিকে ৫৭ রানে গুটিয়ে দিল ভারত

এশিয়া কাপে নজির গড়লেন অভিষেক শর্মা, আমিরশাহিকে ৫৭ রানে গুটিয়ে দিল ভারত

90 views
A+A-
Reset

এশিয়া কাপে দুরন্ত সূচনা করল ভারতীয় ক্রিকেট দল। প্রথম ম্যাচেই একপেশে লড়াইয়ে আমিরশাহিকে ৫৭ রানে গুটিয়ে দিল রোহিত শর্মাদের দল। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৪.৩ ওভারেই জয় তুলে নেয় ভারত

ব্যাট হাতে বিশেষ নজির গড়েছেন তরুণ অভিষেক শর্মা। ভারতের ইনিংসের প্রথম বলেই লং-অফের ওপর দিয়ে ছক্কা হাঁকান তিনি। এর মাধ্যমে অভিষেক হলেন চতুর্থ ভারতীয় ব্যাটার, যিনি টি-২০ আন্তর্জাতিক ম্যাচের প্রথম বলেই ছক্কা মারলেন। এর আগে এই কীর্তি করেছিলেন রোহিত শর্মা (ইংল্যান্ডের বিরুদ্ধে, আহমেদাবাদ ২০২১), যশস্বী জয়সওয়াল (জিম্বাবুয়ের বিরুদ্ধে, হারারে ২০২৪) এবং সঞ্জু স্যামসন (ইংল্যান্ডের বিরুদ্ধে, মুম্বই ২০২৫)।

তবে অভিষেকই প্রথম ভারতীয়, যিনি রান তাড়া করার সময় ম্যাচের প্রথম বলেই ছক্কা মারলেন। তার ১৬ বলে ৩০ রানের ইনিংস সাজানো ছিল ৩টি ছয় ও ২টি চার দিয়ে। ছোট্ট ইনিংসেই বুঝিয়ে দিলেন, এশিয়া কাপে ভারতের হয়ে আগুন ঝরাতে তিনি প্রস্তুত।

বল হাতে ভারতীয় বোলারদের আধিপত্য ছিল স্পষ্ট। ধারাবাহিক আক্রমণে মাত্র ৫৭ রানে অলআউট হয়ে যায় ইউএই। ফলে সহজ জয় নিয়েই অভিযান শুরু করল টিম ইন্ডিয়া।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.