অস্ট্রেলিয়া-২ (জ্যাকসন ৫০, জর্ডন ৭৩) : ভারত-০
শনিবার এশিয়ান কাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার ভারতের। ০-২ হেরেই মাঠ ছাড়তে হল সুনীল ছেত্রীদের। তবে শনিবার কাতারের দোহার আহমেদ বিন আলি স্টেডিয়ামে যে লড়াই দিল ইগর স্তিমাচের দল তা অনেক দিন মনে রাখার মতো।
প্রথমার্ধে অস্ট্রেলিয়াকে আটকে রাখতে পারলেও, দ্বিতীয়ার্ধে আর সেটা সম্ভব হয়নি। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণ শানাতে থাকে ভারত। বিরতির পর ভারত ২ গোল হজম করে। দ্বিতীয়ার্ধ্বে সে অর্থে কোনও গোলের সুযোগ তৈরি করতে পারেনি নিজেরা।
২০১১ সালের এশিয়ান কাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ০-৪ গোলে হেরেছিল ভারত। এ ছাড়াও এ দিনের ম্যাচের প্রথমার্ধে ভারতীয় টিম কিন্তু প্রশংসা করার মতো ফুটবল খেলেছে। এই ম্যাচে ভারতের প্রাপ্তি অনেক। ভারতীয় ডিফেন্স তো বটেই, পুরো টিম চমৎকার খেলেছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রক্ষণ জমাট রাখাই ভারতের কাছে বড় চ্যালেঞ্জ ছিল। সেই পরীক্ষা সসম্মানে পাস সুনীল ছেত্রীরা। অস্ট্রেলিয়া জিতে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেও নজর কেড়ে নিলেন ভারতীয় ফুটবলাররা।