রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এ বারের বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ভারত। তার আগেই এক খারাপ খবর। ডেঙ্গি আক্রান্ত হয়েছেন শুভমন গিল। এ খবর উদ্বেগ বাড়িয়েছে টিম ম্যানেজমেন্টের।
আচমকা ডেঙ্গিতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ায় প্রথম ম্যাচে শুভমনের মাঠে নামা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে তিনি মাঠে নামবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, শুক্রবার কিছু পরীক্ষা-নিরীক্ষার পর তারকা ব্যাটসম্যানের বিষয়ে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।
এমনিতে বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলেছিল ভারত। সেই সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন গিল। বিশ্বকাপেও প্রথম থেকেই গিল ছন্দে থাকবেন বলে আশা করা হয়েছিল। তবে বিশ্বকাপ শুরুর আগেই তিনি ডেঙ্গি আক্রান্ত হওয়ায় তাতে তাল কাটতে পারে।
বিশ্লেষকদের মতে, শুভমন যদি সত্যিই মাঠে নামতে না পারেন, তা হলে গুরুত্বপূর্ণ এই ম্যাচে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে পারেন ঈশান কিসান। আরও একজন প্রতিযোগী হলেন কেএল রাহুল। কারণ এশিয়া কাপ থেকে তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন। কিন্তু, কোনও অবস্থাতেই গিল না খেললে সেটা হবে ভারতের জন্য বড় ধাক্কা!