ডেস্ক: টোকিও প্যারালিম্পিক্সে ইতিহাস গড়লেন ভারতের টেবিল টেনিস খেলোয়াড় ভাবিনাবেন পটেল। সোনা জয় অধরা থাকলেও, প্রথম ভারতীয় প্যাডলার হিসাবে চলতি প্যারালিম্পিক্সে রুপো পেলেন ভারতীয় টেবিল টেনিস তারকা ভবিনাবেন প্যাটেল। চিনের ইং ঝুর বিরুদ্ধে ক্লাস ৪ বিভাগে টেবিল টেনিস ফাইনালে পরাজিত হয়ে রুপো জিতলেন তিনি।খেলার ফল ০-৩ (৭-১১, ৫-১১, ৬-১১)। ফাইনাল স্ট্রেট গেমে হেরে গেলেও রুপোর পদক ঘরে আনলেন ভাবিনাবেন। আর সেই সঙ্গেই তৈরি হল নয়া ইতিহাস। এবারের গেমসে এই প্রথম পদক এল ভারতের কাছে।
ভাবিনাবেন পটেলের এমন অসামান্য কীর্তিতে তাঁকে ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। ভাবিনাবেন ইতিহাস গড়েছেন। তিনি অসংখ্য মানুষকে অনুপ্রেরণা দেবেন, ট্যুইটে লিখেছেন প্রধানমন্ত্রী। ভাবিনাবেনের অসাধারণ কীর্তির জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি।
আরও পড়ুন: উৎসবের মরশুমে রাজ্যগুলিকে বড় জমায়েতে রাশ টানতে বলল স্বরাষ্ট্রমন্ত্রক
টুর্নামেন্টের প্রথম ম্যাচেই এই ঝুর বিরুদ্ধেই হারের মুখ দেখতে হয়েছিল। তারপর একের পর এক বাধা অতিক্রম করে আগেই ইতিহাস রচনা করে ফেলেছিলেন ভাবিনা। রবিবার (২৯ অগস্ট) হাতছানি ছিল স্বর্ণপদক জয়ের। তবে ইং ঝুর বিরুদ্ধে তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি ভারতীয় তারকা। তবে প্রথম ম্যাচে বিশ্বের এক নম্বর টেবিল টেনিস তারকার কাছে পরাজিত হলেও পরপর ম্যাচ জিতে প্রবল আত্মবিশ্বাসের সঙ্গেই ফাইনাল খেলতে নেমেছিলেন ভাবিনা। সেমিফাইনালে বিশ্বের তিন নম্বর ও কোয়ার্টার ফাইনালে দুই নম্বর প্যাডলার ও ডিফন্ডিং চ্যাম্পিয়নকেও পরাজিত করেন তিনি।