প্রথম পাতা খেলা অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার অলিম্পিকের হকিতে সেমিফাইনালে ভারতের মেয়েরা

অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার অলিম্পিকের হকিতে সেমিফাইনালে ভারতের মেয়েরা

353 views
A+A-
Reset

ডেস্ক: তিনবারের অলিম্পিক্স চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ছিটকে দিয়ে টোকিওতে ইতিহাস গড়লেন ভারতের মহিলা হকি দল ৷ পুরুষদের হকির পর এবার মহিলাদের হকিরও সেমিফাইনালে ভারতীয় মহিলা দল। অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার অলিম্পিকের  শেষ চারে রানি রামপালরা। রবিবার ৪৯ বছরের পর অলিম্পিক হকির সেমিফাইনালে পৌঁছে ইতিহাস রচনা করেছিল ভারতীয় পুরুষ দল। তাদের পদাঙ্ক অনুসরণ করে মহিলাদের এই সাফল্যে উচ্ছ্বসিত দেশ।


কোয়ার্টার ফাইনালের প্রথম থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শুরুতেই আক্রমণে ঝড় তুলে ম্যাচে প্রাধান্য বিস্তারের মরিয়া চেষ্টা চালাতে থাকে অস্ট্রেলিয়া। এদিন প্রথম কোয়ার্টারে গোলশূন্য থাকার পর দ্বিতীয় কোয়ার্টারে গুরজিত কৌরের পেনাল্টি কর্নার থেকে করা গোলে এগিয়ে যায় ভারত। একটি পেনাল্টি কর্নার পেয়েছিল ভারত। সেখান থেকেই গোল করে ভারত। এরপর দুই কোয়ার্টারে অস্ট্রেলিয়া চাপ বাড়াতে শুরু করে ভারতের উপর। তবে তিনকাঠির তলায় গোলরক্ষক সবিতার পারফরম্যান্সে সব আক্রমণই প্রতিহত হয় অস্ট্রেলিয়ার।

আরও পড়ুন: ৪৯ বছর পর পুরুষদের হকিতে অলিম্পিক্সের সেমিতে ভারত

এদিন মোট ৮টি পেনাল্টি কর্নার পায় অস্ট্রেলিয়া। সবিতার পারফরম্যান্সে সবকটি থেকেই গোল করতে ব্যর্থ হয় অজিরা।রানি রামপালরাও সমানে গোলের মুখ খোলার চেষ্টা করলেও ব্যবধান বাড়াতে পারেননি। ১-০ গোলে জিতে প্রথমবার অলিম্পিক হকির সেমিফাইনালে পৌঁছালো ভারত। আবার ইতিহাস। 


গোটা ম্যাচ জুড়ে ভারতের গোলকিপার সবিতা ছিলেন দুর্ভেদ্য। অস্ট্রেলিয়া মোট ৯টি পেনাল্টি কর্ণার পেয়েও কাজে লাগাতে পারেনি। ভারত একটি পেনাল্টি কর্ণার পেয়েই বাজিমাত করে। ম্যাচ জেতার পর নিজেদেরই যেন তা বিশ্বাস হচ্ছিল না ভারতের মহিলা হকি খেলোয়াড়দের ৷ ম্যাচে একের পর এক অজি আক্রমণকে রুখে দিয়ে দুর্দান্ত ডিফেন্সের সৌজন্যেই সোমবার টোকিওয়ে ইতিহাস গড়তে সফল ভারতের মেয়েরা ৷

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.