প্রথম পাতা খবর IPL-2022 : চেন্নাই-কলকাতা দ্বৈরথ দিয়ে ২৬শে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল

IPL-2022 : চেন্নাই-কলকাতা দ্বৈরথ দিয়ে ২৬শে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল

338 views
A+A-
Reset

আগামী ২৬শে মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল-১৫। প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন ও রানার্স আপ। অর্থাৎ, চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে আইপিএল-১৫-র উদ্বোধনী ম্যাচ।

বিসিসিআইয়ের এক কর্তা জানান, চেন্নাই বনাম কলকাতা ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে এ বারের আইপিএল। পরের মরসুমে গত বারের চ্যাম্পিয়নরা প্রথম ম্যাচে খেলবে, সেই নিয়মে কোনও বদল করা হয়নি। মুম্বাইতে হবে আইপিএলের ৫৫ টি ম্যাচ। পুনেতে হবে ১৫ টি ম্যাচ।

মহারাষ্ট্রের ক্রীড়া মন্ত্রী সুনীল কেদার বলেন, ‘আমি আশা করি যেভাবে করোনার সংখ্যা দিন দিন কমছে, এখানকার পরিবেশ মুক্ত রয়েছে। আমর মনে হয়, যখন আইপিএল ম্যাচগুলি অনুষ্ঠিত হবে, সেই সময়ে এখানকার পরিবেশ এমন হবে যে সমস্ত দর্শকদের স্টেডিয়ামে খেলা দেখার অনুমতি দেওয়া হবে। এটা খেলোয়াড়দের জন্যও একটা উৎসাহ জোগাবে। এটি একটি ভালো সুযোগ হবে যেখানে মানুষ এক সঙ্গে জড়ো হতে পারবে’।

তিনি আরও বলেন, ‘মানুষ দেড় থেকে দুই বছর ধরে ঘরে বসে আছে। এটা আমাদের সৌভাগ্য যে সমস্ত লিগের ম্যাচগুলি মহারাষ্ট্রে, পুনে এবং মুম্বাইতে অনুষ্ঠিত হবে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী হওয়ায় আমি বিসিসিআইকে ধন্যবাদ জানাই। বুদবুদ এবং বিধিনিষেধের বিষয়ে এবং সেখানে কতজন লোককে গেমগুলি দেখার অনুমতি দেওয়া হবে, সেই সমস্ত জিনিস, আমরা আন্তর্জাতিক নিয়ম অনুসারে এটি কাজ করব’।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.