প্রথম পাতা খেলা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৮ রানে হারাল চেন্নাই সুপার কিংস

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৮ রানে হারাল চেন্নাই সুপার কিংস

278 views
A+A-
Reset

রোমাঞ্চকর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৮ রানে হারাল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। দুরন্ত ব্যাটিং করে চেন্নাইকে ২২৬/‌৬ রানে পৌঁছে দিয়েছিলেন ডেভন কনওয়ে ও শিবম দুবে। জবাবে ২১৮/‌৮ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কাজে এল না ম্যাক্সওয়েলের দুরন্ত ব্যাটিং।

প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের অন্যতম ভরসা ঋতুরাজ গায়কোয়াড় তিন রানেই আউট হয়ে যান। কিন্তু আরসিবি বোলারদের নিয়ে ছিনিমিনি খেললেন ডেভন কনওয়ে। ৪৫ বলে ৮৩ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন তিনি। কিউয়ি ব্যাটার ফিরলে চেন্নাইকে বিরাট রানে পৌঁছে দেন অজিঙ্ক রাহানে (৩৭) ও শিবম দুবে (৫২)। ২২৭ রানের বোঝা মাথায় নিয়ে নামলে এমনিতেই মনোবল ধরে রাখা যে কোনও দলের পক্ষে কঠিন। কিন্তু রান রেট ধরে রেখে একটা সময় নিজেদের দিকেই ম্যাচের রাশ ধরে রেখেছিল আরসিবি।

জয়ের জন্য ২২৭ রানে লক্ষ্য যথেষ্ট কঠিনই ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে। এরই মধ্যে প্রথম ওভারেই বিরাট কোহলিকে (‌৬)‌ হারিয়ে চাপে পড়ে যায় বেঙ্গালুরু। পরের ওভারেই মহীপাল লোমরোর ফেরেন শূন্য রানে। তবে ৩৬ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন ম্যাক্সওয়েল। ৩৩ বলে ৬২ রান করে আউট হন ডুপ্লেসি। দীনেশ কার্তিক (২৮) এরপর খানিকটা চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। আট রানে ম্যাচ পকেটে পোরে চারবারের চ্যাম্পিয়নরা।

উল্লেখযোগ্য ভাবে, এ দিন ব্যাট হাতে বিশেষ কিছু করার প্রয়োজন হয়নি ধোনির (১*)। তবে উইকেটের পিছনে দাঁড়িয়ে নেতৃত্বের পাশাপাশি দুরন্ত দু’টি ক্যাচ ধরে আরসিবিকে চাপে ফেলে দেওয়ার কাজটি করেন তিনিই। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.