প্রথম পাতা খেলা IPL 2023: উদ্বোধনী ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে জয় গুজরাতের

IPL 2023: উদ্বোধনী ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে জয় গুজরাতের

246 views
A+A-
Reset

চেন্নাই সুপার কিংস: ১৭৮-৭ (ঋতুরাজ ৯২, মইন ২৩)

গুজরাত টাইটান্স: ১৮২-৫ (শুভমন গিল ৬৩, বিজয় শংকর ২৭)

আইপিএল ২০২৩-এ জয় দিয়েই অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। উদ্বোধনী ম্যাচে ৫ উইকেটে হারাল চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। ফর্মে থাকা ঋতুরাজ গায়কোয়াড় এদিন ৫০ বলে ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। মূলত তাঁর ইনিংস ভর করেই নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রানে পৌঁছে যায় চেন্নাই। অবশ্য ইনিংসের শেষ ওভারের ধোনি ধামাকা ভুলে গেলে চলবে না। শেষ ওভারে একটি ছক্কা এবং একটি বাউন্ডারি হাঁকান ৪১ বছরের ধোনি। মাত্র ৭ বলে ১৪ রান করেন তিনি।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল গুজরাত। ১৬ বলে ২৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন ঋদ্ধি। এর আগে দুটি দুর্দান্ত ক্যাচও নিয়েছেন তিনি। ঋদ্ধির উইকেটের পর ইনিংসের হাল ধরেন শুভমন গিল। ৩৬ বলে ৬৩ রানের অনবদ্য ইনিংস খেলেন গিল।

শেষ পর্যন্ত গুজরাটকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন রাহুল তেওয়াটিয়া (‌১৪ বলে অপরাজিত ১৫)‌ ও রশিদ খান (‌৩ বলে অপরাজিত ১০)‌। ১৯.‌২ ওভারে ১৮২/‌৫ তুলে ম্যাচ জিতে নেয় গুজরাট। আইপিএল অভিষেক ম্যাচে ৩৬ রানে ৩ উইকেট তুলে নেন রাজবর্ধন হাঙ্গারগেকর।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.