প্রথম পাতা খেলা জ্বলে উঠল ঋদ্ধিমানের ব্যাট, রাজস্থানকে ১ উইকেটে হারাল গুজরাত

জ্বলে উঠল ঋদ্ধিমানের ব্যাট, রাজস্থানকে ১ উইকেটে হারাল গুজরাত

246 views
A+A-
Reset

অমদাবাদে গিয়ে প্রথম সাক্ষাতে গুজরাত টাইটান্সকে হারিয়ে এসেছিল রাজস্থান রয়্যালস। শুক্রবার দ্বিতীয় বার মুখোমুখি হয়ে রয়্যালসকে তাদের ঘরের মাঠে হারিয়ে মধুর প্রতিশোধ নিল টাইটান্স।

জয়পুরে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। শুরু থেকে নিয়মিত অন্তরে উইকেট হারাতে থাকা রাজস্থান ১৭.৫ ওভারে মাত্র ১১৮ রানে অল-আউট হয়ে যায়। দলের হয়ে সঞ্জু স্যামসন (৩০) সব থেকে বেশি রান করেন। এ ছাড়া জস বাটলার (৮), যশস্বী জয়সওয়াল (১১), দেবদত্ত পাড়িক্কালরা (১২), রবিচন্দ্রন অশ্বিন (২), রিয়ান পরাগ (৪), শিমরন হেটমায়ের (৭), ধ্রুব জুরেল (৯), ট্রেন্ট বোল্ট (১৫), অ্যাডাম জাম্পা (৭) ও সন্দীপ শর্মা (অপরাজিত ২) কেউ-ই দলকে ভরসা জোগাতে পারলেন না।

গুজরাতের হয়ে রশিদ খান ১৪ রান খরচ করে তুলে নিলেন ৩ উইকেট। ২৫ রান দিয়ে ২ উইকেট নেন নুর আহমেদের। ১টি করে উইকেট নিলেন হার্দিক, জস লিটল, মহম্মদ শামি।

জয়ের জন্য ১১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে জয় তুলে নিল গত বারের চ্যাম্পিয়নরা। ১৩.৫ ওভারেই ১ উইকেট হারিয়ে জয়ের জন্য ১১৯ রান তুলে নিলেন তাঁরা। ঋদ্ধিমান সাহা (অপরাজিত ৪১) এবং শুভমন গিল (৩৬) এই মরশুমে দলের পক্ষে সর্বোচ্চ রানের ওপেনিং জুটি গড়লেন। শুভমন আউট হওয়ার পর বাকি কাজটা ঋদ্ধিমানের সঙ্গে জুটি বেঁধে সেরে ফেললেন হার্দিক (অপরাজিত ৩৯)

দলের ব্যাটিং ব্যর্থতার পর রাজস্থানের বোলারদের বিশেষ কিছু করার ছিল না। এক মাত্র উইকেটটি নিলেন যুজবেন্দ্র চাহাল।

বলে রাখা ভালো, রাজস্থানের বিরুদ্ধে ৩৭ বল বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করে নিল গুজরাত। সেই সঙ্গে তারা ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফের আশাকে আরও শক্তিশালী করে তুলল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.