আগামী ৬ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টসের আইপিএল ম্যাচটি ইডেন গার্ডেন্সের পরিবর্তে গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। রামনবমীর নিরাপত্তাজনিত কারণেই ম্যাচের স্থান পরিবর্তন করা হয়েছে।
গত বছরও রামনবমীর দিনে কলকাতায় আইপিএল ম্যাচ আয়োজন নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছিল। এবারও একই কারণে কলকাতা পুলিশ সিএবিকে ম্যাচ সরিয়ে নেওয়ার অনুরোধ জানায়। পুলিশের মতে, ওই দিনে শহরের বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠান থাকায় পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না।
সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানান, “পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়েছে যে, ৬ এপ্রিলের ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। ৬৫ হাজার দর্শক নিয়ে ম্যাচ আয়োজনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা দরকার। আমরা বিষয়টি বিসিসিআইকে জানিয়েছি, তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।”