প্রথম পাতা খেলা আইপিএল নিলাম: বিক্রিত এবং অবিক্রিত প্রথম ৫০ খেলোয়াড়ের সম্পূর্ণ তালিকা

আইপিএল নিলাম: বিক্রিত এবং অবিক্রিত প্রথম ৫০ খেলোয়াড়ের সম্পূর্ণ তালিকা

304 views
A+A-
Reset

কোচিতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিলাম (IPL Auction 2023)। তালিকায় রয়েছেন মোট ৪০৫ জন খেলোয়াড়।

যাঁরা বিক্রি হলেন

১. কেন উইলিয়ামসন (গুজরাত টাইটান্স): ২ কোটি টাকা

২. হ্যারি ব্রুক (সানরাইজার্স হায়দরাবাদ): ১৩ কোটি ২৫ লক্ষ টাকা

৩. মায়াঙ্ক আগরওয়াল (সানরাইজার্স হায়দরাবাদ): ৮.২৫ কোটি টাকা

৪. আজিঙ্কে রাহানে (চেন্নাই সুপার কিংস): ৫০ লক্ষ টাকা

৫. স্যাম কুরান (পঞ্জাব কিংস): ১৮ কোটি ৫০ লক্ষ টাকা

৬. ওডিন স্মিথ (গুজরাত টাইটান্স): ৫০ লক্ষ

৭. সিকন্দর রাজা (পঞ্জাব কিংস): ৫০ লক্ষ

৮. জেসন হোল্ডার (রাজস্থান রয়্যালস): ৫ কোটি ৭৫ লক্ষ

৯. ক্যামেরন গ্রিন (মুম্বই ইন্ডিয়ান্স): ১৭ কোটি ৫০ লক্ষ

১০. বেন স্টোকস (চেন্নাই সুপার কিংস): ১৬ কোটি ২৫ লক্ষ

১১. নিকোলাস পুরান (লখনউ সুপারজায়েন্টস): ১৬ কোটি টাকা

১২. হেনরিক ক্লেসান (লখনউ সুপারজায়েন্টস): ৫ কোটি ২৫ লক্ষ টাকা

১৩. ফিল সল্ট (দিল্লি ক্যাপিটালস): ২ কোটি টাকা

১৪. রিস টপলে (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর): ১ কোটি ৯০ লক্ষ টাকা

১৫. জয়দেব উনাদকট (লখনউ সুপারজায়েন্টস): ৫০ লক্ষ

১৬. ঝাই রিচার্ডসন (মুম্বই ইন্ডিয়ান্স): ১ কোটি ৫০ লক্ষ টাকা

১৭. ইশান্ত শর্মা (দিল্লি ক্যাপিটালস): ৫০ লক্ষ টাকা

১৮. আদিল রশিদ (সানরাইজার্স হায়দরাবাদ): ২ কোটি টাকা

১৯. মায়াঙ্ক মার্কেণ্ডে (সানরাইজার্স হায়দরাবাদ): ৫০ লক্ষ টাকা

২০. শাইক রশিদ (চেন্নাই সুপার কিংস): ২০ লক্ষ টাকা

২১. বিভ্রান্ত শর্মা (সানরাইজার্স হায়দরাবাদ): ২ কোটি ৬০ লক্ষ টাকা

২২. সমর্থ ব্যাস (সানরাইজার্স হায়দরাবাদ): ২০ লক্ষ টাকা

২৩. সানভির সিং (সানরাইজার্স হায়দরাবাদ): ২০ লক্ষ টাকা

২৪. নিশান্ত সিন্ধু (চেন্নাই সুপার কিংস): ৬০ লক্ষ টাকায়

২৫. এন জগদীসান (কলকাতা নাইট রাইডার্স): ৯০ লক্ষ টাকা

২৬. কেএস ভারত (গুজরাত টাইটান্স): ১ কোটি ২০ লক্ষ টাকা

যাঁরা অবিক্রিত

১. জো রুট

২. রিলি রোসোউ

৩. সাকিব আল হাসান

৪. লিটন দাস

৫. কুসল মেন্ডিজ

৬. টম ব্যান্টন

৭. অ্যাডম মিলনে

৮. আকিল হোসেন

৯. অ্যাডম জম্পা

১০. মুজিব রহমান

১১. অনমোলপ্রীত সিং

১২. চেতন এলআর

১৩. শুভম খাজুরিয়া

১৪. রোহন কুন্নুম্মল

১৫. হিম্মত সিং

১৬. প্রিয়ম গর্গ

১৭. কর্বিন বস

১৮. অভিমন্যু ঈশ্বরণ

১৯. শশাঙ্ক সিং

২০. দীনেশ বানা

২১. সুমিত কুমার

২২. সৌরভ কুমার

২৩. তাবরেজ শামসি

২৪. ক্রিস জর্ডন

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.