প্রথম পাতা খেলা জয়ে ফিরল কলকাতা! নাইটদের দুরন্ত বোলিংয়ে গুঁড়িয়ে গেল সানরাইজার্স

জয়ে ফিরল কলকাতা! নাইটদের দুরন্ত বোলিংয়ে গুঁড়িয়ে গেল সানরাইজার্স

221 views
A+A-
Reset

কেকেআরের আগুনে বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করল সানরাইজার্স হায়দরাবাদ। ৮০ রানের বিশাল জয়ে প্লে-অফের দৌড়ে নতুন উদ্যমে ফিরল নাইটরা।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে কেকেআর। দ্বিতীয় ওভারেই মাত্র ১ রানে আউট হন কুইন্টন ডি’কক। পরের ওভারেই সাজঘরে ফেরেন সুনীল নারিন। তবে চাপ কাটিয়ে দলের হাল ধরেন অধিনায়ক অজিঙ্ক রাহানে ও তরুণ অঙ্গকৃশ রঘুবংশী। রাহানে দায়িত্বশীল হাফ-সেঞ্চুরি করেন, অন্যদিকে ৩২ বলে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করে আগ্রাসী ভঙ্গিতে আউট হন অঙ্গকৃশ। এরপর ভেঙ্কটেশ আইয়ার ও রিঙ্কু সিংয়ের মারমুখী ব্যাটিং কেকেআরের রানকে নতুন উচ্চতায় নিয়ে যায়। ভেঙ্কটেশ ২৯ বলে ৬০ রান ও রিঙ্কু ১৭ বলে ৩২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শেষ পর্যন্ত কেকেআর ২০০ রানের স্কোর গড়ে।

কিন্তু ২০০ রানের পুঁজি কি যথেষ্ট হবে? সেই প্রশ্নের জবাব দেন নাইটদের বোলাররা। ইনিংসের দ্বিতীয় বলেই হায়দরাবাদের ভয়ঙ্কর ট্র্যাভিস হেডকে ফেরান বৈভব আরোরা। এরপর তিনি তুলে নেন ইশান কিষানকেও। অপরদিকে হর্ষিত রানা তুলে নেন অভিষেক শর্মাকে। ব্যাটিং বিপর্যয়ের মধ্যে পড়ে হায়দরাবাদ যখন ধুঁকছে, তখনই স্পিনের দাপট দেখান বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন। বরুণ ২২ রানে ৩ উইকেট ও নারিন ১ উইকেট তুলে নেন। আন্দ্রে রাসেলও জোড়া উইকেট দখল করেন। একমাত্র হেনরিক ক্লাসেন কিছুটা লড়াই করলেও লাভ হয়নি।

ফলস্বরূপ, ৮০ রানের বিশাল জয় পেয়ে পয়েন্ট টেবিলে ৫ নম্বরে উঠে এল কেকেআর।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.