প্রথম পাতা খেলা চেন্নাইয়িনের কাছেও হেরে গেল ইস্টবেঙ্গল

চেন্নাইয়িনের কাছেও হেরে গেল ইস্টবেঙ্গল

350 views
A+A-
Reset

রবিবার চেন্নাইয়িনের কাছেও হেরে গেল ইস্টবেঙ্গল এফসি। চলতি আইএসএলের মরশুমে প্লে অফে যাওয়ার আশা আগেই শেষ হয়ে গিয়েছিল তাদের। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ড্র করেই সেই সুযোগ হারিয়েছিল তারা। লাল-হলুদ চেয়েছিল পরবর্তী ম্যাচগুলোতে ভালো খেলে অন্তত সম্মানজনক ভাবে লিগটা শেষ করা। কিন্তু সেটাও সম্ভব হল না।

একটা দলে যখন স্ট্রাইকার থেকে ডিফেন্ডার, গোলকিপার, সকলেই ভুল করে বসেন, তখন তার খেসারত তো দলকেই দিতে হয়। রবিবার জওহরলাল স্টেডিয়ামেও ঘটল সেই একই ঘটনা। ডিফেন্সের গলদে জয়ের মুখ দেখা হল না লাল-হলুদ শিবিরের।

ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণের মেজাজে ছিলেন চেন্নাই দলের স্ট্রাইকাররা। বারবার লাল-হলুদের ডেরায় ঢুকে পড়েল কারিকারিরা। কিন্তু ফিনিশিংয়ের অভাবে একাধিক গোল ঠিকানা খুঁজে পায়নি। প্রথমার্ধে অবশ্য গোল করার জোড়া সুযোগ তৈরি করতে সফল হয়েছিল ইস্টবেঙ্গলও। ৩১ মিনিটে গোল করে দলকে এগিয়ে দিতে পারতেন সুহের। কিন্তু ভুল দিকে শট নিয়ে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন তিনি। মিনিট চারেক পর জেভিয়ারও গোল করতে ব্যর্থ হন। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে তিন পয়েন্ট নিশ্চিত করে ফেলে হোম ফেভারিটরা।

গোল না করতে পারার সমস্যাটা ইস্টবেঙ্গলের শুরু থেকেই ছিল। আর সেটাই শেষ পর্যন্ত রয়ে গেল। গোলের সহজ সুযোগ নষ্টের খেসারত দিতে হল চেন্নাইয়িন এফসির বিরুদ্ধেও।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.