কলকাতা: শুক্রবার ঘরের মাঠে ওড়িশা এফসি-র বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ইস্টবেঙ্গল। আইএসএলে এই নিয়ে টানা তিনটি ম্যাচে গোলশূন্য ড্র লাল-হলুদের। টানা চার ম্যাচে অপরাজিত তারা।
এদিন শুরু থেকেই ইস্টবেঙ্গলকে চাপে রাখার চেষ্টা করে ওড়িশা। কিন্তু কুয়াদ্রাতের বুদ্ধিকে কোনও ভাবেই টেক্কা দিতে পারেনি তারা। দাতে দাত চেপে লড়াই করে যান লাল হলুদের ফুটবলাররা। প্রথম দিকে দু’টি সুযোগ পেয়ে যান ইসাক। প্রথমে বক্সের বাইরে থেকে তাঁর একটি শট আটকে দেন ইস্টবেঙ্গলের গোলরক্ষক। এরপর ফের একবার ওড়িশার সুযোগ তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু বল বাঁচিয়ে দেন লাল হলুদ গোলরক্ষক। ইস্টবেঙ্গল প্রথম ভাল সুযোগ পেয়েছিল ১৬ মিনিটে। কিন্তু ক্লেটন সেই বল নিয়ন্ত্রণ করতে পারেননি। ওড়িশার গোলরক্ষক গোল হতে দেননি। এরপরই ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় তারা। বিপক্ষকে চাপেও ফেলে দেয়। ০-০ তে শেষ হয় ম্যাচ।
উল্লেখযোগ্য ভাবে, ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি ম্যাচে মোচ ৬টি হলুদ কার্ড দেখালেন রেফারি। এমনকী ইস্টবেঙ্গলের নিশ্চিত দুটি পেনাল্টি দিলেন না তিনি। রেফারির এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানায় দুই ফুটবলারকেও কার্ড দেখতে হল। স্বাভাবিক ভাবেই রেফিরার মান এবং সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এই ম্যাচেও গোল না পাওয়ার খেসারত দিল লাল হলুদ দল। তারা লিগে রয়েছে সাত নম্বরে। বলাই যেতে পারে খেতাব থেকে অনেকটাই দূরে সরে গেল ইস্টবেঙ্গল। টানা চার ম্যাচে অপরাজেয় থাকার পরেও এই ম্যাচে না হারলেও পয়েন্ট নষ্টের কারণে সমস্যায় পড়ে গেল লাল হলুদ দল।