বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত হল ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-এর সূচি। এ বারের আইএসএল শুরু হবে ২১ সেপ্টেম্বর। প্রথম ম্যাচে মুখোমুখি হবে কেরল ব্লাস্টার্স ও বেঙ্গালুরু এফসি। আপাতত ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রথম পর্বের সূচি ঘোষণা করা হয়েছে।
চলতি মরশুম থেকে সময়সূচিতে বদল হচ্ছে। ম্যাচ শুরু হবে রাত ৮টায়, ডবল হেডারের ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৫.৩০ মিনিটে। নতুন সূচি অনুযায়ী, মোহনবাগান প্রথম ম্যাচ খেলবে আইএসএলে অভিষেক হওয়া পঞ্জাব এফসি-র বিরুদ্ধে। গত মরশুমে আইলিগ চ্যাম্পিয়ন হয়েছিল পঞ্জাব এফসি। তারা এবারে ডিফেন্ডিং আইএসএল এবং ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করবে। আগামী ২৩ সেপ্টেম্বর রাত ৮টা থেকে যুবভারতীতে শুরু হবে সেই ম্যাচ। ইস্টবেঙ্গলও ঘরের মাঠে অভিযান শুরু করছে। ২৫ সেপ্টেম্বর তারা মাঠে নামবে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে।
উল্লেখযোগ্য ভাবে, আগামী ২৮ অক্টোবর আইএসএল-এর মঞ্চে আয়োজিত হবে মেগা ডার্বি। রাত ৮টা নাগাদ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও ইস্টবেঙ্গল।
২১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০২৩-২৪ মরশুমের সবকটি ম্যাচের সরাসরি সম্প্রচার করার অধিকার অর্জন করেছে ভায়াকম ১৮। এই নিয়ে দশম বছরে পা দিচ্ছে দেশের এই ফুটবল লিগ। আগামী মরশুমেও, অর্থাৎ ২০২৪-২৫-এও এই লিগের সম্প্রচার করবে তারাই।