প্রথম পাতা খেলা কুস্তি ফেডারেশন কর্তা বরখাস্ত, দায়িত্ব সামলাতে মেরি কমের নেতৃত্বে গঠিত কমিটি

কুস্তি ফেডারেশন কর্তা বরখাস্ত, দায়িত্ব সামলাতে মেরি কমের নেতৃত্বে গঠিত কমিটি

248 views
A+A-
Reset

ভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন প্রধান ব্রিজভূষণ সিংহের বিরুদ্ধে যৌন হেনস্থা-সহ একাধিক অভিযোগ এনেছেন দেশের সেরা কুস্তিগীররা। সেই অভিযোগের উপর ভিত্তি করে ইতিমধ্যেই ফেডারেশনের পক্ষ থেকে তাঁকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে ফেডারেশনের সহকারী সচিব বিনোদ তোমরকেও। আর এবার একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির শীর্ষে রয়েছেন মেরি কম।

ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া, সাক্ষী মালিক-সহ দেশের পদকজয়ী কুস্তিগিরদের অভিযোগের ভিত্তিতে গত সপ্তাহেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর এক বিশেষ কমিটি গঠনের কথা ঘোষণা করেন। সেই কমিটিই আপাতত কুস্তি সংস্থার প্রতিদিনের কাজকর্ম সামলাবেন। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, “সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটি তদারকি কমিটি গঠন করা হবে। কমিটির সদস্যদের নাম আগামীকাল ঘোষণা করা হবে। কমিটি চার সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করবে। কুস্তিগিররা একাধিক দাবি-দাওয়া সামনে রেখেছেন। সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে আমি তাঁদের আশ্বস্ত করেছি। যৌন হয়রানি ও আর্থিক অপব্যবহারের অভিযোগেরও তদন্ত করা হবে।”

ঘোষিত কমিটির প্রধান নির্বাচিত হলেন মেরি কম। এই নতুন কমিটিতে মেরি কম ছাড়াও রয়েছে দেশের প্রখ্যাত কুস্তিগীর যোগেশ্বর দত্ত, ব্যাডমিন্টন তারকা তৃপ্তি মুরিগুন্ডে এবং অধিনায়ক রাজাগোপালন।

প্রসঙ্গত, কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমস, দু’টিতেই সোনা জয়ী প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির ভিনেশ ফোগাট বুধবার বলেছিলেন, “জাতীয় কোচ কয়েক বছর ধরে মহিলা কুস্তিগিরদের শ্লীলতাহানি করেছেন এবং ফেডারেশন কর্তাদের তরফে খুনের হুমকিও দেওয়া হয়েছিল।” ভিনেশ এবং অন্যান্য শীর্ষ ভারতীয় কুস্তিগিরদের বুধবার থেকে নয়াদিল্লির যন্তর মন্তরে একটি বিশাল প্রতিবাদে বসেছিলেন। যেখানে তাঁরা ফেডারেশন সভাপতিকে অপসারণের দাবি জানিয়েছিলেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.