প্রথম পাতা খেলা মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত জয় কেকেআরের, ওয়াংখেড়েতে ২৪ রানে জিতল নাইটরা

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত জয় কেকেআরের, ওয়াংখেড়েতে ২৪ রানে জিতল নাইটরা

530 views
A+A-
Reset

মুম্বই: ওয়াংখেড়েতে ১২ বছর পর জিতল কেকেআর। মুম্বইকে হারিয়ে প্লে-অফের দিকে আরও এক পা এগিয়ে গেলেন শ্রেয়স আয়ারেরা। অন্য দিকে এ বারের আইপিএল থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেল মুম্বইয়ের।

প্রথমে ব্যাট করে এক বল বাকি থাকতে ১৬৯ রানে অল আউট হয়ে যায় কেকেআর। ১৭০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরু থেকেই বেগ পেতে হয় মুম্বইকে। সাত বল বাকি থাকতে ১৪৫ রানে অল আউট হয়ে যায় মুম্বই। ২৪ রানে ম্যাচ জেতে কেকেআর।

মুম্বইকে হারিয়ে চলতি আইপিএলে মুম্বইকে হারিয়ে নিজেদের সাত নম্বর জয় পেয়ে গেল কলকাতা। একইসঙ্গে প্লে-অফে এক পা এগিয়ে রাখল কলকাতা। প্লে-অফের টিকিট পাকা করতে হলে এখন আর মাত্র একটি জয় দরকার কেকেআরের। হাতে রয়েছে চারটি ম্যাচ।

অন্য দিকে, টানা চার ম্যাচ হেরে আইপিএলে বিদায়ের মুখে হার্দিকরা। এই ম্যাচে হেরে এ বারের আইপিএল থেকে তারা কার্যত ছিটকে গেল। ১১টি ম্যাচ খেলে মাত্র ৩টিতে জিতে ছয় পয়েন্ট পেয়েছে মুম্বই।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.