238
২৩৯ রানের বিশাল লক্ষ্য ছোঁয়ার কাছাকাছি গিয়েও জয় এল না। ইডেনে শেষ বল পর্যন্ত লড়াই করেও লখনউয়ের কাছে ৪ রানে হারল কেকেআর। মরশুমে ফের হার, হতাশ শাহরুখ খানের দল।
প্রথমে ব্যাট করে মার্শ (৮১), পুরান (৮৭*) আর মার্করাম (৪৭)-এর ঝড়ো ইনিংসে ভর করে ৩ উইকেটে ২৩৮ রান তোলে লখনউ। নাইটদের বোলিং দুর্বলতা স্পষ্ট।
জবাবে কেকেআরের শুরু ছিল ঝোড়ো। রাহানে (৬১) ও ভেঙ্কটেশ (৪৩)-এর জুটি ম্যাচে ফিরিয়ে আনে নাইটদের। কিন্তু ২৩ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ভেঙে পড়ে ব্যাটিং। রিঙ্কুর শেষের লড়াই (২৮*), রাসেলের ব্যর্থতা, আর রাহানের বিদায়ের পর বিপর্যয়—সব মিলিয়ে জেতা ম্যাচ হাতছাড়া।
শেষ ওভারে ২৪ রানের দরকার ছিল, কিন্তু মিরাকল হয়নি। নাইটদের শেষ হয় ইনিংস ২৩৪ রানে। জয় হাতছাড়া হতাশায় ইডেনের গ্যালারিও স্তব্ধ।