প্রথম পাতা খেলা বৃষ্টির সৌজন্যে এক পয়েন্ট পেল কেকেআর, টিকে রইল প্লে-অফের স্বপ্ন

বৃষ্টির সৌজন্যে এক পয়েন্ট পেল কেকেআর, টিকে রইল প্লে-অফের স্বপ্ন

231 views
A+A-
Reset

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ইডেনে জয়ের রাস্তা কঠিনই ছিল কেকেআরের জন্য। ২০২ রান তাড়া করার দায়িত্ব ছিল অজিঙ্ক রাহানের দলের ওপর, কিন্তু সাম্প্রতিক ব্যাটিং ফর্ম দেখে খুব বেশি আশা করা যাচ্ছিল না।

পঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিংহ প্রথম ১১.৫ ওভারে ১২০ রান তুলে কার্যত ছেলেখেলা করেন কেকেআরের বোলারদের সঙ্গে। রাসেল প্রথম উইকেট তুললেও তাঁকে ধরে রাখা হয়নি বোলিং আক্রমণে। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভুগেছে কেকেআর।

কেকেআরের ইনিংস শুরুর পরই নামে ঝড়-বৃষ্টি। খেলা বন্ধ হয়ে যায়। রাত ১১টায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে ভাগ্যের জোরে এক পয়েন্ট পেল কলকাতা। প্লে-অফের আশা আপাতত বেঁচে রইল রাহানেদের।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.