বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল ভারত। রবিবার প্রথমে ব্যাট করতে নেমে ১৯৯ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ৪১.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
অস্ট্রেলিয়া মাত্র ৫ রানে হারায় প্রথম উইকেট। মিচেল মার্শ স্লিপে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। এরপর ওয়ার্নারের সঙ্গে জুটি বাঁধেন স্টিভ স্মিথ। দীর্ঘদিন ধরে রান না পাওয়া এই জুটি ৬৯ রানের পার্টনারশিপ করে। এরপর ৪১ রানে ফেরেন ওয়ার্নার। ২৭ রানে ফেরেন মারনাস লাবুশানে। একই ওভারে ফেরেন অ্যালেক্স ক্যারি। প্যাট কামিন্স করেন ১৫ রান। ৬ রানে আউট হন অ্যাডাম জাম্পা। ২৮ রান করে মিচেল স্টার্ক ফিরতেই অস্ট্রেলিয়ার ২০০ রানের গণ্ডি টপকানোর আশা শেষ হয়ে যায়। এ দিন ভারতের হয়ে জাডেজা ৩টি, বুমরা ও কুলদীপ ২টি করে এবং মহম্মদ সিরাজ, রবিচন্দ্রন অশ্বিন ও হার্দিক পাণ্ড্য ১টি করে উইকেট নেন।
মাত্র ২০০ রানের লক্ষ্য নিয়েও ভারতীয় ইনিংসের প্রথম দু’ওভারেই তিন উইকেট পড়ে যায়! বোর্ডে রান মাত্র ২। রোহিত, ঈশান, শ্রেয়স তিনজনই আউট কোনও রান না করেই। পরিস্থিতি সামাল দেন বিরাট কোহলি ও কেএল রাহুল জুটি। ২১৫ বলে ১৬৫ রানের পার্টনারশিপে জয়ের ভিত গড়ে দিলেন বিরাট-রাহুল।
ধীরে ধীরে নিজের শতরানের দিকে এগোচ্ছিলেন বিরাট। কিন্তু ৮৫ রানের মাথায় আউট হলেন তিনি। তত ক্ষণে ভারতকে জয়ের কাছে পৌঁছে দিয়েছেন বিরাট। শেষ পর্যন্ত ৫২ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে গেল ভারত। রাহুল অপরাজিত থাকলেন ৯৭ রানে।