কলকাতার ফুটবলার দেবাশিস প্রধানের অস্বাভাবিক মৃত্যু, আত্মহত্যার সম্ভাবনা ঘিরে রহস্য

কলকাতার ফুটবল মহলে শোকের ছায়া। আত্মহত্যা করেছেন প্রাক্তন ফুটবলার দেবাশিস প্রধান। ২০১৭-১৮ মরসুমে মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছিলেন তিনি। সাইড ব্যাক পজিশনে খেলা এই ফুটবলার শহরের আরও কয়েকটি ক্লাবের হয়েও মাঠে নামেন। মাত্র ২৭ বছর বয়সে তাঁর এই অকালমৃত্যু ঘিরে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে হাওড়ার পি কে চৌধুরী রোডে নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন দেবাশিস। বৃহস্পতিবার ভোরে তাঁর দেহ উদ্ধার করে শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, দেবাশিস হাওড়া সিটি পুলিশের সিভিক ভলান্টিয়ার পদে কর্মরত ছিলেন। তাঁর পোস্টিং ছিল শিবপুর পুলিশ লাইনের টেলিকম বিভাগে।

মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ দেবাশিসের পরিবার। মহামেডান স্পোর্টিং ক্লাবও গভীর শোক প্রকাশ করেছে। ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় শোকবার্তায় তাঁর অবদানকে স্মরণ করা হয়েছে।

তবে দেবাশিসের মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তাঁর ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। তাই এটি নিছক আত্মহত্যা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও কারণ, তা নিয়ে চলছে জল্পনা। ইতিমধ্যে শিবপুর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে এবং তদন্ত শুরু করেছে। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে