221
কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচের তারিখ পরিবর্তিত হল। ইডেন গার্ডেন্সে ৬ এপ্রিলের বদলে ৮ এপ্রিল দুপুর ৩:৩০-এ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
রামনবমী উপলক্ষে কলকাতা পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা দিতে অপারগ হওয়ায় সিএবি বোর্ডকে বিষয়টি জানায়। প্রথমে ম্যাচ গুয়াহাটিতে সরানোর আলোচনা হলেও সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের প্রচেষ্টায় ম্যাচ কলকাতাতেই থাকছে।
বোর্ড জানিয়েছে, এই পরিবর্তনের ফলে আইপিএলের বাকি সূচিতে কোনো পরিবর্তন হবে না। ৮ এপ্রিল ‘ডাবল হেডার’ হবে, যেখানে রাতের ম্যাচে পাঞ্জাব কিংস মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের।