প্রথম পাতা খেলা ‘আগুন নিয়ে খেলবেন না’, এসআইআরের প্রস্তুতি শুরু হতে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

‘আগুন নিয়ে খেলবেন না’, এসআইআরের প্রস্তুতি শুরু হতে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

30 views
A+A-
Reset

রাজ্যে এসআইআরের (Statewide Identification Register) প্রস্তুতি শুরু হতেই ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন, “তাড়াহুড়োয় কাজ করতে গিয়ে যদি কোনও সম্প্রদায়ের নাগরিকের নাম বাদ পড়ে যায়, তাহলে বলব, আগুন নিয়ে খেলবেন না।

মুখ্যমন্ত্রীর দাবি, বর্তমানে রাজ্যের বহু জেলা ভয়াবহ বন্যার কবলে। বহু মানুষের ঘরবাড়ি, জমির কাগজপত্র, পরিচয়পত্র সব ভেসে গিয়েছে। এমন পরিস্থিতিতে এসআইআর-এর মতো সংবেদনশীল প্রক্রিয়া চালু করা অত্যন্ত অমানবিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “এখন মানুষ বাঁচাতে ব্যস্ত প্রশাসন। এই অবস্থায় কাগজ চাইলে মানুষ দেবে কী করে?”

এনআরসি নোটিস নিয়েও ক্ষোভ প্রকাশ

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও জানান, নদিয়ার দুই নাগরিক সম্প্রতি এনআরসি সংক্রান্ত নোটিস পেয়েছেন। বিষয়টি প্রকাশ্যে এনে মুখ্যমন্ত্রী ক্ষোভ উগরে দেন, “এসআইআরের নামে কেন এনআরসি নোটিস পাঠানো হল? কোন অধিকারে বাংলার মানুষকে অসম সরকার এই নোটিস পাঠাচ্ছে?”

তিনি আরও প্রশ্ন তোলেন, “সামনে এসআইআর, আর পিছনে কী? এনআরসি করবেন গায়ের জোরে? পারবেন না কোনওদিন।”

কেন্দ্রীয় সংস্থার উপর অভিযোগ

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, কেন্দ্রীয় সংস্থাগুলিকে ক্রমশ ‘গৈরিকীকরণ’ করার চেষ্টা চলছে। তাঁর কথায়, “দেশের প্রশাসনকে দলীয় রঙে রাঙানোর চেষ্টা হচ্ছে। এটা গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর।”

সম্প্রতি নির্বাচন কমিশনের তরফে স্টেটওয়াইড আইডেন্টিফিকেশন রেজিস্টার (SIR) তৈরির প্রস্তুতি শুরু হয়েছে। এর মূল উদ্দেশ্য নাগরিকদের তথ্য একত্র করা। কিন্তু বিরোধীরা দাবি করেছে, এটি আসলে এনআরসি বা নাগরিকত্ব যাচাইয়ের পূর্বাভাস।

বন্যায় বিধ্বস্ত উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় এখনো ত্রাণ ও পুনর্গঠন চলছে। সেই পরিস্থিতিতে এসআইআরের মতো প্রক্রিয়া নিয়ে প্রশাসনের উপর ক্ষোভ বেড়েছে সাধারণ মানুষের মধ্যেও।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.