প্রথম পাতা খেলা কলকাতা লিগে অবনমনে শতাব্দী প্রাচীন মহমেডান, টিকে গেল এরিয়ান

কলকাতা লিগে অবনমনে শতাব্দী প্রাচীন মহমেডান, টিকে গেল এরিয়ান

124 views
A+A-
Reset

কলকাতা লিগের ইতিহাসে বিরল ঘটনা। ১৪ বার শিরোপাজয়ী শতাব্দী প্রাচীন দল মহমেডান স্পোর্টিং ক্লাব এবার অবনমনে চলে গেল। ফলে আগামী বছর প্রিমিয়ার ডিভিশনে আর দেখা যাবে না কলকাতার তিন প্রধানের অন্যতম এই দলটিকে।

শুক্রবার ব্যারাকপুরে লিগের শেষ ম্যাচে মহমেডান ১-১ ড্র করে ইউনাইটেড কলকাতার সঙ্গে। অন্যদিকে কল্যাণীতে এরিয়ান ১-০ গোলে হারায় কলকাতা পুলিশকে। ফলে অবনমন বাঁচাতে পারেনি মহমেডান, কিন্তু শেষ মুহূর্তে লড়াই জিতে প্রিমিয়ার ডিভিশনে থেকে গেল এরিয়ান।

ম্যাচের শুরুতেই ধাক্কা খায় মহমেডান। ৬ মিনিটে গোল করেন বাবাই পৈলান, ইউনাইটেড কলকাতাকে এগিয়ে দেন তিনি। পিছিয়ে পড়ে একেবারেই ঘুরে দাঁড়াতে পারেনি মেহরাজউদ্দিন ওয়াডুর দল। দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে চেষ্টা চালায় তারা। ৫৫ মিনিটে লালঙ্গাইলসাকার গোলে সমতায় ফেরে মহমেডান। এরপর একাধিক সুযোগ এলেও আর জালে বল জড়াতে পারেনি কালো-সাদা ব্রিগেড।

অন্যদিকে কল্যাণীতে নির্ধারক ম্যাচে নায়ক রাজু ওরাওঁ। তাঁর গোলেই ৫৮ মিনিটে এগিয়ে যায় এরিয়ান, আর সেই গোলই নির্ধারণ করে তাদের ভাগ্য। কলকাতা পুলিশকে হারিয়ে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দশম স্থানে শেষ করে এরিয়ান। মহমেডান থেকে যায় ১১ পয়েন্টে, নেমে যায় একাদশ স্থানে এবং অবনমন এড়াতে ব্যর্থ হয়।

উল্লেখ্য, এর আগে কলকাতা পুলিশ ও সাদার্ন সমিতি অবনমিত হয়েছিল। অন্যদিকে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে ইউনাইটেড এসসি, ইউনাইটেড কলকাতা ও ভবানীপুর।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.