প্রথম পাতা খেলা অপ্টার র‍্যাঙ্কিংয়ে দেশের সেরা ক্লাব মোহনবাগান, এশিয়ায় স্থান ১৮৬

অপ্টার র‍্যাঙ্কিংয়ে দেশের সেরা ক্লাব মোহনবাগান, এশিয়ায় স্থান ১৮৬

151 views
A+A-
Reset

ভারতীয় ফুটবলে ফের নতুন ইতিহাস গড়ল মোহনবাগান সুপার জায়ান্টস। বিশ্বের অন্যতম সেরা ফুটবল বিশ্লেষক সংস্থা অপ্টার র‍্যাঙ্কিংয়ে দেশের ১ নম্বর ক্লাব হল সবুজ-মেরুন ব্রিগেড।

অপ্টার হিসাবে, মোহনবাগানের গ্লোবাল র‍্যাঙ্কিং ১৭২৭। এশিয়ার ক্রমতালিকায় ক্লাবটির অবস্থান ১৮৬ নম্বরে। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল রয়েছে অনেক পিছনে, এশিয়ায় ৪৫০ নম্বরে

সাম্প্রতিক সাফল্যের পুরস্কার

গত মরশুমে দুরন্ত ছন্দে ছিল মেরিনার্স। এক মরশুমে দ্বিমুকুট জয় করেছে গোষ্ঠ পাল সরণির ক্লাব। জিতে নিয়েছে আইএসএল শিল্ড এবং কাপ। ধারাবাহিক সেই সাফল্যের ফলেই আন্তর্জাতিক মানের এই স্বীকৃতি পেল তারা।

ভারতীয় ক্লাবগুলির অবস্থান

  • ১ নম্বরে: মোহনবাগান (Global rank: 1727 | Asia rank: 186)
  • ২ নম্বরে: এফসি গোয়া (Global rank: 1842 | Asia rank: 204)
  • ৩ নম্বরে: মুম্বই সিটি এফসি (Global rank: 2560)
  • ৪ নম্বরে: বেঙ্গালুরু এফসি (Global rank: 2938)
  • ৫ নম্বরে: ওড়িশা এফসি (Global rank: 3061)
  • ১০ নম্বরে: ইস্টবেঙ্গল (Global rank: 4080 | Asia rank: 450)
  • ১৩ নম্বরে: মহামেডান (Global rank: 5860)
  • ২৬ নম্বরে: ডায়মন্ড হারবার এফসি (Global rank: 9423)

অন্যদিকে, দেশের বাইরে এশিয়ার শীর্ষ দুটি ক্লাব হল সৌদি আরবের আল হিলাল এবং আল নাসের।

 সামনে বড় চ্যালেঞ্জ

দেশে শীর্ষস্থান দখল করার পর এবার আন্তর্জাতিক মঞ্চে নাম লেখাতে প্রস্তুত মেরিনার্স। আগামী ১৬ সেপ্টেম্বর শুরু হবে মোহনবাগানের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’য়ের অভিযান। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ ইরানের সেপাহান এসসি, জর্ডনের আল হুসেইন ও তুর্কমেনিস্তানের আহাল এফসি।

মোহনবাগান শিবিরে ইতিমধ্যেই খুশির হাওয়া বইছে। খেলোয়াড় থেকে সমর্থক—সবাই আশাবাদী, আন্তর্জাতিক মঞ্চেও একই ছন্দে সাফল্য লিখবে সবুজ-মেরুন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.