প্রথম পাতা খেলা করণ রাইয়ের হ্যাটট্রিক, পাঠচক্রকে হারাল মোহনবাগান; সুপার সিক্সে ভাগ্য নির্ভর অন্যদের হাতে

করণ রাইয়ের হ্যাটট্রিক, পাঠচক্রকে হারাল মোহনবাগান; সুপার সিক্সে ভাগ্য নির্ভর অন্যদের হাতে

161 views
A+A-
Reset

আগের ম্যাচে কাস্টমসের কাছে হারতে হয়েছিল। শনিবার পাঠচক্রর বিরুদ্ধে মাঠে নেমে জয়ের পথে ফিরল মোহনবাগান। কলকাতা লিগে নৈহাটির মাঠে সবুজ-মেরুনরা প্রতিপক্ষকে ৫-২ গোলে হারাল। দলের হয়ে হ্যাটট্রিক করলেন করণ রাই। ম্যাচের শুরুতেই মোহনবাগানকে এগিয়ে দেন পাসাং দোরজি তামাং। যদিও দ্রুতই সমতা ফেরায় পাঠচক্র। তবে প্রথমার্ধেই করণ রাই ও পীযূষের গোলে বাগান স্পষ্ট লিড নেয়। বিরতির পর করণ আরও দু’বার জালে বল জড়িয়ে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। যদিও পাঠচক্র দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করেছিল, তবুও জয়ের পথে আর কোনও বাধা আসেনি। শেষ পর্যন্ত ৫-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সবুজ-মেরুন শিবির।

এই জয়ের পরেও সুপার সিক্সের লড়াইয়ে মোহনবাগানের ভবিষ্যৎ ঝুলে রইল। বর্তমানে ১০ ম্যাচে তাদের সংগ্রহ ১৭ পয়েন্ট, তালিকায় অবস্থান পাঁচ নম্বরে। সুরুচি সংঘ ও কাস্টমসের পয়েন্ট ১৯, এবং তাদের হাতে এখনও একটি করে ম্যাচ বাকি। যদি ওই দুই দলের যে কোনও একটি শেষ ম্যাচ জেতে, তাহলে মোহনবাগানের সুপার সিক্সে ওঠার আর কোনও সুযোগ থাকবে না। তবে দু’জনেই যদি হেরে যায়, তাহলে আশা বেঁচে থাকবে সবুজ-মেরুনের।

তবে এর বাইরেও একটি অমীমাংসিত প্রশ্ন রয়ে গিয়েছে। গত ১৩ অগস্ট মেসারার্স ক্লাবের বিরুদ্ধে ম্যাচে দল নামায়নি মোহনবাগান। তখন ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল, ডুরান্ড কাপে একইসঙ্গে খেলোয়াড়দের নাম নথিভুক্ত থাকায় কলকাতা লিগে নামানো সম্ভব হয়নি। কিন্তু আইএফএ সূচি অনুযায়ী ম্যাচ আয়োজন করে এবং মেসারার্স মাঠে নেমেও যায়। মোহনবাগান টিম লিস্ট জমা না দেওয়ায় খেলা হয়নি। সেই ম্যাচের ফয়সালা এখনও হয়নি। ওয়াকওভার দেওয়া হবে নাকি ম্যাচ পুনরায় আয়োজন হবে—তা নিয়ে সিদ্ধান্তের অপেক্ষা। ফলে পাঠচক্রের বিরুদ্ধে বড় জয়েও মোহনবাগানের সুপার সিক্সের ভাগ্য নির্ভর করছে অন্য দলের ফলাফলের উপর এবং আইএফএ-র সিদ্ধান্তে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.