প্রথম পাতা খেলা বিশ্বজয়ী বঙ্গকন্যা রিচা ঘোষকে সংবর্ধনা দেবে মোহনবাগান, ১৫ জানুয়ারি অনুষ্ঠানের পরিকল্পনা

বিশ্বজয়ী বঙ্গকন্যা রিচা ঘোষকে সংবর্ধনা দেবে মোহনবাগান, ১৫ জানুয়ারি অনুষ্ঠানের পরিকল্পনা

32 views
A+A-
Reset

প্রথমবার মহিলা ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল, আর সেই বিশ্বজয়ী দলের অন্যতম নায়িকা বঙ্গকন্যা রিচা ঘোষ। প্রথমবার কোনও বাঙালির হাতে উঠেছে বিশ্বকাপ ট্রফি — সেই ঐতিহাসিক সাফল্যের সাক্ষী গোটা দেশ। এবার কলকাতা ময়দানের গর্ব, মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব, রিচাকে সংবর্ধনা দিতে চলেছে।

ক্লাব সূত্রে জানা গিয়েছে, আগামী ১৫ জানুয়ারি বিশ্বজয়ী উইকেটকিপার-ব্যাটারকে সম্মান জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। ঠিক কোথায় এবং কখন অনুষ্ঠান হবে, তা শিগগিরই জানানো হবে বলে জানিয়েছে সবুজ-মেরুন শিবির।

উল্লেখ্য, রিচা ঘোষকে সংবর্ধনা দেওয়ার ঘোষণা আগেই করেছে ইস্টবেঙ্গল ক্লাব। লাল-হলুদ কর্তারা জানিয়েছেন, শিলিগুড়ির এই মেয়ে উত্তরবঙ্গের ক্রীড়া স্পন্দনের প্রতীক, এবং ইস্টবেঙ্গলের ভাবধারার সঙ্গে যুক্ত পরিবেশে বড় হয়েছেন। তাই তাঁর এই কৃতিত্ব বাংলার গর্ব, যা তাঁরা বিশেষভাবে উদযাপন করতে চান। যদিও ইস্টবেঙ্গলের অনুষ্ঠান কবে হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

রিচা ঘোষের বিশ্বজয়ের কাহিনি ইতিমধ্যেই রাজ্যজুড়ে উদযাপিত হয়েছে। গত শনিবার ইডেন গার্ডেন্সে আয়োজিত ‘রিচা-বরণ’ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ‘বঙ্গভূষণ’ সম্মানে ভূষিত করেন। শুধু তাই নয়, রাজ্য পুলিশের ডিএসপি পদে নিয়োগপত্রও তুলে দেন মুখ্যমন্ত্রী।

এখানেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী। সোমবার উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে ঘোষণা করেন, শিলিগুড়িতে রিচা ঘোষের নামে একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরি হবে। ভারতে ঝুলন গোস্বামী বা মিতালি রাজের নামে স্ট্যান্ড থাকলেও, কোনও ক্রিকেটারের নামে পূর্ণাঙ্গ স্টেডিয়াম এখনো হয়নি। তাই এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ।

বিশ্বজয়ের পর রিচা জানিয়েছেন, “এই জয় শুধু আমার নয়, বাংলার প্রতিটি মেয়ের। আমাদের প্রজন্ম প্রমাণ করেছে— সুযোগ পেলে মেয়েরাও ইতিহাস গড়তে পারে।”

এবার রিচার এই সাফল্যকে সম্মান জানাতে একসঙ্গে এগিয়ে এল কলকাতার দুই প্রধান ক্লাব — মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ময়দানের দুই চিরপ্রতিদ্বন্দ্বীই এবার এক সুরে বলছে, “রিচা আমাদের গর্ব।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.