ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় মোহনবাগানের। মহামেডানের বিরুদ্ধে জোড়া গোলের নায়ক লিস্টন কোলাসো এদিনও জ্বলে উঠলেন বিএসএফের বিরুদ্ধে। কিশোরভারতী স্টেডিয়ামে মোহনবাগান ৪-০ গোলে হারাল প্রতিপক্ষকে। দুটি গোল করেন লিস্টন, বাকি দুটি মনবীর সিং ও সাহাল আবদুল সামাদের।
প্রথম ম্যাচে ডাগ আউটে ছিলেন সহকারী কোচ, তবে সোমবার মাঠের পাশে দেখা গেল প্রধান কোচ জোসে মোলিনাকে। তাঁর উপস্থিতিতেই দেখা গেল সবুজ-মেরুনের ঝলমলে ফুটবল। বিদেশি ডিফেন্ডার টম অলড্রেড ও দীপেন্দু বিশ্বাস শুরু থেকেই খেলায় নামেন। ম্যাচের শুরুতে কিছুটা বোঝাপড়ার অভাব থাকলেও ধীরে ধীরে ছন্দে ফেরে দল। বিএসএফের স্ট্রাইকার কিশোরী একাধিকবার বক্সে ঢুকে গেলেও গোলের মুখ খুলতে পারেননি।
ডুরান্ডে পরপর দুই ম্যাচে বড় জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসে ফুটছে মোহনবাগান শিবির। দুই ম্যাচে ছয় পয়েন্ট মোহনবাগানের। তবে গোলপার্থক্যে পিছিয়ে রয়েছে ডায়মন্ড হারবারের থেকে। ফলে দু’দলের মধ্যে ম্যাচ থেকেই ঠিক হবে গ্রুপ শীর্ষের থেকে পরের রাউন্ডে কে যাবে?