প্রথম পাতা খেলা পর পর ৫ ম্যাচে হার! নেদারল্যান্ডসের কাছে হেরে নবম স্থানে বাংলাদেশ

পর পর ৫ ম্যাচে হার! নেদারল্যান্ডসের কাছে হেরে নবম স্থানে বাংলাদেশ

547 views
A+A-
Reset

বিশ্বকাপে পর পর পাঁচটি ম্যাচ হারল বাংলাদেশ। ইডেনে নেদারল্যান্ডসের কাছে হারার পর ৬ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ২। তাদের নেট রানরেট -১.৩৩৮। পয়েন্ট তালিকায় নবম স্থানে রয়েছে তারা।

টস জিতে প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস। প্রথমে ব্যাট করে ২২৯ রান করেছিল নেদারল্যান্ডস। ৪১ করেন ওয়েলসি বারেসি। ৬৮ রান করে আউট হন স্কট এডওয়ার্ডস। এঙ্গেলব্রেখট করেন ৩৫ রান।

সেই রান তাড়া করতে গিয়ে হিমশিম খেলেন বাংলাদেশের ব্যাটারেরা। পুরো ব্যাটিং আক্রমণ ব্যর্থ। মেহেদি হাসান মিরাজ ৩৫ রান করেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাত্র ৭০ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। ৪২.২ ওভারে ১৪২ রানে অল আউট হয়ে যায় তারা। শেষ পর্যন্ত ৮৭ রানে হারতে হল শাকিবদের।

ম্যাচ শেষ হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে বাংলাদেশ ক্রিকেট দল দলের অধিনায়ক বললেন, ‘আমার মনে হয় যে এই ম্যাচে আমরা বেশ ভালোই বোলিং করেছি। কিন্তু, ফিল্ডিং করার সময়ই যাবতীয় ভুল করে ফেলি। যে জায়গায় আমরা ছিলাম, সেখান থেকে অনায়াসে নেদারল্যান্ডসকে ১৬০-১৭০ রানে আটকে ফেলতে পারতাম। শেষপর্যন্ত তা আর করতে পারিনি।’

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.