প্রথম পাতা খেলা আজ ইডেনে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান, অতিরিক্ত ট্রেন চালাবে রেল

আজ ইডেনে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান, অতিরিক্ত ট্রেন চালাবে রেল

531 views
A+A-
Reset

কলকাতা: এক দলের সামনে বিশ্বকাপের শেষ চারের দরজা বন্ধ। অন্য দলের ভাগ্য ঝুলছে সরু সুতোয়। বাংলাদেশ ও পাকিস্তান। মঙ্গলবার ইডেন গার্ডেন্সে যে দুই দল একে অপরের মুখোমুখি হচ্ছে।

মঙ্গলবার ইডেন গার্ডেন্সে হাইভোল্টেজ ম্যাচ। কলকাতায় আসছে বাবর আজমদের টিম। আজ পাকিস্তান বনাম বাংলাদেশের ম্যাচ। সাত বছর আগে টি ২০-এর পরে আবার পাকিস্তান ও বাংলাদেশ ক্রিকেটের সম্মুখ সমরে নামতে চলেছে।

ইতিমধ্যেই বাবর আজমের দল টানা ৪ ম্যাচে হেরে গিয়েছে। সেমিফাইনালে ওঠার দরজা খোলা রাখতে হলে, বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচটা পাকিস্তানকে যে কোনও মূল্যে জিততে হবে। অন্যদিকে, বাংলাদেশ অবশ্য আগেই সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে। তবে তারাও কিন্তু ছেড়ে কথা বলবে না। ২০২৫ সালে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করতে হলে সাকিব আল হাসানের দলকে এবারের বিশ্বকাপে প্রথম আটটি দলের মধ্যে থাকতেই হবে।

বলে রাখা ভালো, খেলা দেখে বাড়ি ফিরতে যাতে কোনওরকম অসুবিধা না হয়, তার জন্য বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। প্রিন্সেপ ঘাট (রাত ১০টা ৫৫ মিনিটে ছাড়বে) ও বারাসত (পৌঁছবে রাত ১২টা ২৫ মিনিটে) এবং বিবাদী বাগ (রাত ১০টা ৪৫মিনিটে ছাড়বে) থেকে বারুইপুরের (পৌঁছবে রাত ১২টা ১৫ মিনিটে) মাঝে এই বিশেষ ট্রেন চালানো হবে। সময় পরিবর্তন করা হয়েছে হাওড়া (রাত ১১টা ১৫ মিনিটে ছাড়বে) থেকে রাতের তারকেশ্বর লোকালেরও।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.