259
আইপিএল নিলাম চলাকালীন এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। নিলামের সঞ্চালক হিউ এডমিডেস হঠাৎ সংজ্ঞা হারিয়ে পড়ে য়ান। সে সেময় শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরঙ্গর নিলাম চলছিল।
হিউ এডমিডেস আড়াই হাজারের ওপর নিলাম করেছেন। ইনি প্রথম আইপিএলের নিলাম করেন ২০১৮ সালে জয়পুরে।
জানা গেছে, হিউ সুস্থ আছেন। তবে নিলামে সঞ্চালনা করার সম্ভাবনা আছে চারু শর্মার।