আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল ইডেন গার্ডেন্স থেকে অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সরিয়ে দেওয়ার নেপথ্যে কেন্দ্রীয় রাজনীতি কাজ করছে বলে সরব হল রাজ্য সরকার। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজনীতি করতে গিয়ে বঞ্চিত করা হয়েছে বাংলার ক্রীড়াপ্রেমীদের।
আইনশৃঙ্খলার অজুহাতে ম্যাচ সরানোর বিজেপির দাবি খণ্ডন করে অরূপ বলেন, “ইডেনে আইপিএলের সাতটি ম্যাচ হয়েছে কোনও অশান্তি ছাড়াই। তা হলে সমস্যা কোথায়?” পাশে থাকা কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাও জানান, “সব ম্যাচ শান্তিপূর্ণভাবে হয়েছে।”
বিসিসিআই-এর বিবৃতির উদ্ধৃতি দিয়ে তৃণমূলের দাবি, আবহাওয়াজনিত কারণেই ম্যাচ সরানো হয়েছে—এতে রাজ্যের কোনও দোষ নেই। কেন্দ্র ও বিজেপি নেতাদের বিরুদ্ধে তথ্য বিকৃতির অভিযোগ তুলেছেন তৃণমূল নেতারা। এমনকি তৃণমূলের কুণাল ঘোষ দাবি করেন, বিজেপি নেতা সুকান্ত মজুমদার সৌরভ গঙ্গোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম টেনে করা একটি পোস্ট পরে মুছে দিয়েছেন।
রাজ্যের ক্রীড়ামন্ত্রী কেন্দ্রের ‘বঞ্চনার রাজনীতি’র প্রসঙ্গ তুলে বলেন, “১০০ দিনের কাজ, আবাস যোজনা, সড়ক যোজনার টাকা যেমন আটকে রাখা হয়েছে, এবার ক্রীড়াক্ষেত্রেও একই ধরনের বঞ্চনা করা হল।”