প্রথম পাতা খেলা শুরুতেই ধাক্কা, ডাকওয়ার্থ লুইস নিয়মে পঞ্জাবের কাছে হার কলকাতার

শুরুতেই ধাক্কা, ডাকওয়ার্থ লুইস নিয়মে পঞ্জাবের কাছে হার কলকাতার

256 views
A+A-
Reset

পঞ্জাব কিংস: ১৯১-৫ (রাজাপক্ষে ৫০, ধাওয়ান ৪০)

কেকেআর: ১৪৬-৭ (রাসেল ৩৫, আইয়ার ৩৪)

শনিবারের দুর্যোগের বিকেল! আইপিএলে নিজেদের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল কলকাতা নাইট রাইডার্স। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে পঞ্জাবের কাছে ৭ রানে হেরে গেল কেকেআর।

প্রথমে ব্যাট করে পঞ্জাব কিংস তোলে ৫ উইকেটে ১৯১ রান। এ দিন প্রথমে ব্যাট করতে নেমে গোড়া থেকেই মারমুখী মেজাজে ছিল পঞ্জাব কিংস। সাউদি, বরুণ চক্রবর্তীরা আপ্রাণ চেষ্টা করলেও পঞ্জাবের ব্যাটারদের চাপে ফেলা সম্ভব হয়নি। ধাওয়ান করলেন ২৯ বলে ৪০ রান। রাজাপক্ষে ৩২ বলে ৫০ রান।

পঞ্জাবের ১৯২ রানের টার্গেট তাড়া করতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধারাবাহিক ভাবে উইকেট হারাল কলকাতা। শুরুর দিকের ব্যাটাররা কেউই উইকেটে থিতু হতে পারলেন না। এরই মধ্যে ১৬ ওভারের পর বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। তখন কলকাতার রান ছিল ১৪৬। অর্থাৎ, শেষ ২৪ বলে জয়ের জন্য দরকার ছিল ৪৬ রান।

কিন্তু প্রবল বর্ষণে আর খেলা শুরু করা যায়নি। সেই সময় ডাকওয়ার্থ লুইস পদ্ধতির হিসেবে কলকাতাকে জিততে হলে ১৫৩ রান করতে হতো। সেই হিসাবেই ৭ রানে হেরে গেল নাইট রাইডার্স।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.