এক রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থান রয়্যালসকে পাঁচ রানে হারিয়ে দিল পঞ্জাব কিংস। পঞ্জাবের হয়ে ৫৬ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস উপহার দিলেন শিখর ধাওয়ান।
বুধবার প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪ উইকেটে ১৯৭ রান তোলেন শিখর ধাওয়ানরা। শিখর ধাওয়ানের ৮৬*-র পাশাপাশি প্রভসিমরন সিং করেন ১৮ বলে ৩৬ রান। প্রভসিমরন ও শিখর ওপেনিং জুটি করে ৯০ রান। রাজস্থানের হয়ে দু’টি উইকেট পেয়েছেন জেসন হোল্ডার। ১টি করে উইকেট নেন অশ্বিন ও চাহাল।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বির্যয়ের মুখে পড়ে রাজস্থান। ৫৩ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। রাজস্থানের পক্ষে অধিনায়ক সঞ্জু স্যামসন ৪২ করেন। শেষের দিকে শিমরন হেটমায়ার ৩৬ ও ব্রুব জুরেল (৩২*) আশা জাগিয়েও দলকে জেতাতে ব্যর্থ। ১৯২ রানে থামে রাজস্থানের ইনিংস। পঞ্জবের হয়ে বল হাতে চার উইকেট নেন নাথান এলিস। আর্শদীপ সিং নেন দুটি উইকেট।
সবমিলিয়ে শুরুতে কিছুটা হোঁচট খেলেও পরের দিকে ঘুরে দাঁড়াতে পারল না রাজস্থান। আর এরসঙ্গে দ্বিতীয় জয় পেল পঞ্জাব কিংস। দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৫ রানে হারাল তারা।