প্রথম পাতা খেলা আইপিএল ২০২৩: জয় দিয়ে দৌড় শুরু করল রাজস্থান রয়্যালস

আইপিএল ২০২৩: জয় দিয়ে দৌড় শুরু করল রাজস্থান রয়্যালস

390 views
A+A-
Reset

রাজস্থান রয়্যালস: ২০৩/৫ (সঞ্জু ৫৫, জয়সওয়াল ৫৪, বাটলার ৫৪)

সানরাইজার্স হায়দরাবাদ: ১৩১/৮ ( সামাদ ৩২ , মায়াঙ্ক ২৭, চাহাল ৪/১৭)

রবিবার আইপিএল ২০২৩-এ নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৭২ রানের বিশাল জয় দেখল রাজস্থান রয়্যালস।

প্রথমে ব্যাট করতে নেমে বাটলার এবং জয়সওয়ালের ওপেনার জুটি ৮৫ রান তুলে নেয়। এ ছাড়া সঞ্জু স্যামসন ৫৫ রান করেন। রাজস্থান রয়্যালস ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২০৩ রান তুলে নেয়। সানরাইজার্স হায়দরাবাদের পক্ষে, টি নটরাজন এবং ফজলহক ফারুকি দু’টি করে উইকেট নিয়ে বোলারদের তালিকায় উপরের দিকে রইলেন।

জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে ১৩১ রানেই আটকে যায় সানরাইজার্স হায়দরাবাদ। কারণ চাহাল ৪টি উইকেট এবং ট্রেন্ট বোল্ট ২টি উইকেট নেন। শেষ পর্যন্ত ৭২ রানে ম্যাচ হারে সানরাইজার্স হায়দরাবাদ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.