প্রথম পাতা খেলা রঞ্জি সেমিফাইনাল: দ্বিতীয় দিনের শেষে ৩৮২ রানে এগিয়ে বাংলা

রঞ্জি সেমিফাইনাল: দ্বিতীয় দিনের শেষে ৩৮২ রানে এগিয়ে বাংলা

253 views
A+A-
Reset

রঞ্জি ট্রফির সেমিফাইনালে দাপট অব্যাহত বাংলার। মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম দিনের মতোই দ্বিতীয় দিনের শেষেও ম্যাচের রাশ রইল মনোজদের হাতেই।

প্রথম দিনের শেষে বাংলার স্কোর ছিল চার উইকেটে ৩০৭ রান। সেঞ্চুরি করেছিলেন অনুষ্টুপ মজুমদার এবং সুদীপ ঘরামি। দ্বিতীয় দিনে মনোজ তিওয়ারি এবং অভিষেক পোড়েল বাংলার রান ৪০০ পার করে দেন। তাঁরা ৭৮ রানের জুটি গড়েন। মনোজ ৪২ করে আউট হয়ে গেলেও অর্ধশতরান করেন অভিষেক। ৫১ রান করে আউট হন তিনি। ৪৩৮ রানে শেষ হয় বাংলার ইনিংস।

বাংলার প্রথম ইনিংসে ৪৩৮ রান তাড়া করতে নেমে দিনের শেষে মধ্যপ্রদেশের রান ২ উইকেটে ৫৬। আকাশ এবং ঈশানের দাপটে মধ্যপ্রদেশের দুই ওপেনার ফিরে গেছেন। প্রথম ইনিংসে বাংলার থেকে এখনও ৩৮২ রানে পিছিয়ে রয়েছে মধ্যপ্রদেশ।

তৃতীয় দিনে মধ্যপ্রদেশকে দ্রুত আউট করাই লক্ষ্য হবে মনোজদের। ফলে সকাল বেলাটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দুটি দলের কাছেই। সেখানেই নির্ধারিত হতে পারে ম্যাচের রাশ থাকবে কার হাতে। এ ব্যাপারে আত্মবিশ্বাসের সুর বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লার গলাতেও। তিনি বলেন, “আমরা নিশ্চিত যে তৃতীয় দিনের খেলাতেও আমরা খুব ভালো করব”।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.