প্রথম পাতা খেলা জমে উঠেছে ভারত-ইংল্যান্ড লড়াই, জোড়া সেঞ্চুরি করে ২৩ বছরের পুরনো রেকর্ড ছুঁলেন ঋষভ পন্থ

জমে উঠেছে ভারত-ইংল্যান্ড লড়াই, জোড়া সেঞ্চুরি করে ২৩ বছরের পুরনো রেকর্ড ছুঁলেন ঋষভ পন্থ

177 views
A+A-
Reset

হেডিংলে টেস্টের চতুর্থ দিন শেষে ভারতের দ্বিতীয় ইনিংস ৩৬৪ রানে শেষ হওয়ায় ইংল্যান্ডের সামনে লক্ষ্য ৩৭১ রান। হাতে প্রায় ১০০ ওভার। বেন স্টোকসদের ‘বাজ়বাল’ ক্রিকেটে এই রান তাড়া করা অসম্ভব নয়। তবে নিয়মিত উইকেট তুলে চাপ তৈরি করতে হবে ভারতীয় বোলারদের। দায়িত্ব সবচেয়ে বেশি জসপ্রীত বুমরাহর উপর।

ভারতের ব্যাটিংয়ে উজ্জ্বল ঋষভ পন্থ। দুই ইনিংসেই শতরান করে ছুঁয়ে ফেললেন অ্যান্ডি ফ্লাওয়ারের ২৩ বছরের পুরনো কৃতিত্ব— টেস্টের দুই ইনিংসেই শতরান করা দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে নাম তুললেন ইতিহাসে। প্রথম ইনিংসে ১৩৪, দ্বিতীয় ইনিংসে ১১৮।

অন্যপ্রান্তে দুর্দান্ত ইনিংস লোকেশ রাহুলেরও। ১৩৭ রানের ইনিংসে ২৪৭ বল খেলে দলের ভিত গড়ে দেন। পন্থের সঙ্গে ১৯৫ রানের পার্টনারশিপ ইংরেজ শিবিরকে চাপে ফেলেছিল।

তবে ভারতের ব্যাটিং লেজ হতাশ করেছে। প্রথম ইনিংসে শেষ ছয় উইকেট পড়েছিল ২৪ রানে, দ্বিতীয় ইনিংসে পড়ল ৩১ রানে। ইংল্যান্ডের শেষ চার ব্যাটার মিলে করেছে ৭২ রান— যা ভারতীয় বোলারদের টেলএন্ডার আউট করতে না পারার পুরনো সমস্যার প্রমাণ। গৌতম গম্ভীরের কোচিংও সে দোষ কাটাতে পারেনি।

মঙ্গলবার পঞ্চম দিনে ভারতের দরকার ১০ উইকেট, ইংল্যান্ডের ৩৫০ রান। বুমরাহ, স্যারাজ, কুলদীপদের জাদুতেই নির্ভর করছে ম্যাচের ফলাফল। ভারত জিততে না পারলে পাঁচ শতরান করেও হতাশ হতে হবে শুভমন গিলদের।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.