দিল্লি থেকে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে ঋষভ পন্থ। শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটারের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে খেলেছিলেন ঋষভ পন্থ। ঢাকা থেকে দিল্লি ফেরেন তিনি। সেখান থেকে উত্তরাখণ্ডে নিজের বাড়িতে ফিরছিলেন পন্থ। সেই সময় ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়ি। রুরকির নারসানের কাছে হাম্মাদপুর ঝালের সন্নিকটে ঘটে দুর্ঘটনা। মাথায় চোট লেগেছে ভারতীয় এই উইকেটরক্ষকের। পিঠেও একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। আহত হয়ে হাসপাতালে ভরতি রয়েছেন তিনি। প্রথমে রুরকির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখান থেকে দেহরাদুনে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে হাসপাতালের বেডে শুয়ে থাকা পন্থের মাথায় ব্যান্ডেজ দেখা যাচ্ছে। দুর্ঘটনার পরেই পন্তের গাড়িতে আগুন লেগে যায়। গাড়িটি আগুনে পুড়ে গিয়েছে।
উত্তরাখণ্ড পুলিশের ডিজিপি অশোক কুমার বলেন,সংক্ষিপ্ত ভাবে পন্থ জানিয়েছেন দুর্ঘটনার সময় ঘুমিয়ে পড়েছিলেন তিনি।